সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই-আগস্টে আহতদের তারেক রহমানের আর্থিক সহায়তা

ফ্যাসিবাদ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আন্দোলন চলাকালে গুরুতর আহত হয়েছেন হাজার হাজার ছাত্র-জনতা। তাদের মধ্যে সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন। চিকিৎসাধীন ওই ১১ জনের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শনিবার (২৩ ফেব্রয়ারি) সিঙ্গাপুর ব্যানানা লিফ রেস্টুরেন্টের উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না আহতদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুর রহমান ফিলিপ।
চিকিৎসাধীন যারা রয়েছেন তারা হলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মিরাজ। ১৯ জুলাই ফকিরাপুল মোড়ে তার দুই চোখেই ছররা গুলি লাগে। এতে তার ডান চোখ নষ্ট হয়ে গেছে এবং বাম চোখে ৩০ শতাংশ দেখতে পান।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র ছাত্র মো. মিনহাজুল ইসলাম শুভ। ১৮ জুলাই তার চোখে ছররা গুলি লাগে। কুমিল্লার চান্দিনা থানার বাসিন্দা মো. রমজান আলী, ৪ আগস্ট তার ডান চোখে গুলি লাগে, এতে ওই চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে
শেখ বোরহান উদ্দিনের ছাত্র মো. মহিউদ্দিন রাব্বি। ৫ আগস্ট যাত্রাবাড়ীতে তার মেরুদণ্ডে গুলি লাগে এবং মেরুদণ্ডের হার ভেঙে যায়। এছাড়া একটি গুলি ডান চোখে লেগে পুরোপুরি ডেমেজ হয়ে গেছে। জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজের ছাত্র মো. ইয়ামিন। ১৯ জুলাই তার ডান চোখে ছররা গুলি লাগে। টঙ্গী কলেজের ছাত্র মোহাম্মদ ইমরান হোসেনেরও ডান চোখে ছররা গুলি লাগে ১৮ জুলাই, এতে তার ডান চোখের দৃষ্টি শক্তি হারিয়ে গেছে। ৫ আগস্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পেছনে পুলিশের গুলিতে সালমান বিন সুয়াইবের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়। ইলেকট্রিশিয়ান মো. আক্তার হোসেনের চোখে ৫ আগস্ট ছররা গুলি লাগে এবং বাম চোখ গুলিবিদ্ধ হয়। ছাত্র মো. জুবায়ের হাসান জিহাদের চোখে ১৬ জুলাই ছররা গুলি লাগে এবং বাম চোখ সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। চাকরিজীবী মো. আব্দুল্লাহ আল বাকীর বাম চোখেও ছররা গুলি লাগে ৪ আগস্ট, তারও বাম চোখ অকেজো হয়ে গেছে। মাদরাসা ছাত্র মো. ফয়েজ আলম ১৮ জুলাই আহত হন। ওইদিন তার চোখেও ছররা গুলি লাগে এবং ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়।
Parisreports / Parisreports

মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্যারিসে কাজী নজরুল ইসলামের ইসলামী গানের তাৎপর্য শীর্ষক ইফতার ও দোয়া

ফ্রান্সে ইফতার মাহফিলে বিসিএফ এর নতুন কমিটি ঘোষণা

প্যারিসে প্রবাসী বাঙ্গালীদের জন্য সাফ’র আয়োজনে ঈদ বাজার

দোহার-নবাবগঞ্জ এ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে ইফতার মাহফিল

ফ্রান্সে বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে আইয়ুব ট্রেডিং কোম্পানির এমডির সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে চট্টগ্রাম সমিতি ইউকে-এর সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ফ্রান্স শাখায় কমিটি নিয়ে তদবির

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই-আগস্টে আহতদের তারেক রহমানের আর্থিক সহায়তা

প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
