শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ফ্রান্সে ফ্রাঙ্কো-বাংলা স্কুলের নতুন অফিসের উদ্বোধন 


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৪-২০২৫ রাত ১২:১৫

ফ্রান্সে অভিবাসীদের ফরাসি ভাষা শিক্ষা, আইনী সহায়তা প্রদান, ড্রাইভিং প্রশিক্ষণ ও গ্রাফিক্স এন্ড মাল্টিমিডিয়া কোর্সসহ বিভিন্ন সেবার প্রত্যয় নিয়ে ফ্রাঙ্কো-বাংলা স্কুলের নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (২০ এপ্রিল) বিকালে প্যারিসের উপকণ্ঠ মেট্রোহোস এলাকায় সুবিশাল পরিসরে এ প্রতিষ্ঠানের নতুন অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন শিল্প-সাহিত্য, সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির সুধীজনেরা উপস্থিত ছিলেন।

শাফিউল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফ্রাঙ্কো-বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আমীর। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, এমসি ইনস্টিটিউটের অধ্যক্ষ বদরুল বির হারুন, খ্যাতিমান পুথিশিল্পী কাব্য কামরুল, কবি ও সাহিত্যিক লোকমান আহম্মদ আপন, ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক হিমু ও সাংবাদিক ইয়াছির আরাফাত খোকন প্রমুখ।

স্বল্প সময়ে অল্প জেনেই কিভাবে ফ্রাঞ্চ ভাষা আয়ত্বে আনা যায় সেই গবেষণা করে প্যারিসের অদূরে অবারভিলিয়ে শহরে এই স্কুল প্রথম প্রতিষ্ঠিত হয় উল্লেখ করে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আমীর বলেন, ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে ফ্রান্সে এসেই বাংলাদেশিরা বাস্তবতার কারণেই কাজের সন্ধানে নেমে পড়েন। যার কারণে তাদের ভাষাটা আর ভালোভাবে শেখা হয় না। ফলে শুধুমাত্র ভাষা না জানার কারণে অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কেবল যারা শুরু থেকেই ভাষাটা আয়ত্বে আনতে পেরেছে, তারাই ভালো চাকুরী ও ব্যবসার ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। তিনি বলেন, ফরাসি ভাষা শিক্ষা কোর্সের পাশাপাশি আমাদের এখানে প্রবাসী বাংলাদেশিদের আইনী সহায়তা প্রদান, ড্রাইভিং প্রশিক্ষণ ও গ্রাফিক্স এন্ড মাল্টিমিডিয়া কোর্সসহ বিভিন্ন সেবা চালু রয়েছে। 

অনুষ্ঠানে ফরাসি মূলধারার সঙ্গে প্রবাসীদের সেতু বন্ধন তৈরির পাশাপাশি অভিবাসীদের জীবন মানোন্নয়নে ফ্রাঙ্কো-বাংলা স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

Parisreports / Parisreports

ফ্রান্সে ফ্রাঙ্কো-বাংলা স্কুলের নতুন অফিসের উদ্বোধন 

বাংলা কাগজ এ্যাওয়ার্ডে ভূষিত হলেন সাংবাদিক এনায়েত সোহেল 

ফ্রান্স ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত ৬জন বাংলাদেশি সদস্যদের সংবর্ধনা 

ফ্রান্সে ‘ঢাকা ক্লাব’ এর আত্মপ্রকাশ ও নতুন কমিটির ঘোষণা

আবুধাবিতে বাংলাদেশের নব নিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দুই স্কুলে এসএসসি পরীক্ষা চলছে

প্যারিসে সেন্টার কালচারাল মুসলমান ইডিএফ-এর আয়োজনে জমকালো ঈদ পুনর্মিলনী

মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্যারিসে কাজী নজরুল ইসলামের ইসলামী গানের তাৎপর্য শীর্ষক ইফতার ও দোয়া 

ফ্রান্সে ইফতার মাহফিলে বিসিএফ এর নতুন কমিটি ঘোষণা 

প্যারিসে প্রবাসী বাঙ্গালীদের জন্য সাফ’র আয়োজনে ঈদ বাজার

দোহার-নবাবগঞ্জ এ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে ইফতার মাহফিল 

ফ্রান্সে বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত