প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পতাকা সম্মিলন
বাঙালির গৌরবময় অধ্যায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি সম্মান জানিয়ে বিজয়ের ৫৪তম বার্ষিকী উপলক্ষে প্যারিসে ‘পতাকা সম্মিলন’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে বিপ্লবের সূতিকাগার ফ্রান্সের রাজধানী প্যারিসের পখ-দ্য লা ভিলেত সাব মেরিন সংলগ্ন মুক্তাঙ্গনে ব্যতিক্রমী এই কর্মসূচির আয়োজন করা হয়।
মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি লাল-সবুজের চেতনাকে প্রবাসে জাগ্রত রাখার প্রত্যয়ে আয়োজিত পতাকা সম্মিলনে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি কবি-লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।
আয়োজিত অনুষ্ঠানে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, জাগরণের গান পরিবেশনের পাশাপাশি কবিতা আবৃত্তি ও সংক্ষিপ্ত আলোচনা পর্বে নিজেদের অনুভূতি প্রকাশ করেন উপস্থিত অনেকেই। বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি মঞ্চাভিনেতা সোয়েব মোজাম্মেল—এর সঞ্চালনায় অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আশিক আহমেদ উল্লাস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও লেখক লোকমান আহম্মদ আপন, রেজাউল হায়দার চৌধুরী, সোহেল আহমদ, আবৃত্তিশিল্পী শর্মিষ্ঠা বড়ুয়া। সাংস্কৃতিক ও সমাজকর্মী নয়ন এনকে, সোনিয়া জামান, এলান খান চৌধুরী, লেলিন রায়, মাহবুব সাগর ও আবু বকর প্রমুখ। এছাড়া গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শাবুল আহমেদ, ইকবাল মোহাম্মদ জাফর, বাদল পাল, আবু বকর আল আমিন, মোঃ তাজ উদ্দিন, রাকিবুল ইসলাম, সাইফুল ইসলাম রনি ও আবু তাহের রাজু।
পতাকা সম্মিলনের মাধ্যমে দেশপ্রেম, ইতিহাস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তথা বিজয়ের গৌরবগাঁথা এ অধ্যায়কে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
'৭১ আমাদের গৌরব, আত্মত্যাগ ও অদম্য সাহসের প্রতীক উল্লেখ করে আলোচনা পর্বে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে বক্তারা বলেন, দুঃখজনক হলেও সত্য, আজ একাত্তরের ইতিহাসকে ভূলুণ্ঠিত করার নানামুখী পায়তারা চলছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। যা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তাই, একাত্তরের চেতনাকে সমুন্নত রাখতে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একইসাথে বিশ্ব আসনে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশের পরিচয় তুলে ধরতে আমাদেরকে আরো বেশি সচেষ্ট ও আন্তরিক হতে হবে।’
Parisreports / Parisreports
প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পতাকা সম্মিলন
ফ্যাশন, সংগ্রাম ও মানবিকতা ইয়ভেস সেন্ট লরেন্টের জীবনগাথা প্যারিসে উন্মোচিত
আমিরাতে রক্তদান কর্মসূচিতে ১০২১ জন প্রবাসী বাংলাদেশি
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল
প্যারিসে বিসিএফ-এর বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান
পোস্টাল ভোট: কোন দেশের প্রবাসীরা বেশি সাড়া দিচ্ছেন?
সুইজারল্যান্ড বিশ্বের ‘সবচেয়ে প্রতিযোগিতামূলক’ দেশ
প্যারিসে গজল সন্ধ্যা অনুষ্ঠিত
ভিগনিউ-সুর-সেনের মেলায় বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়া
আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
ফ্রান্সে দুটি বইয়ের মোড়ক উন্মোচন
প্যারিসে জাতীয় কবির ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালন