শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

অস্ট্রেলিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ৪-৩-২০২৫ রাত ১০:৪০

২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। লিগ পর্বের সব ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে গিয়েছিল রোহিত শর্মার দল। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল স্বাগতিকদের। তারই প্রতিশোধ যেন আজ নিলেন রোহিতরা। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আজ অজিদের হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলিরা। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজিদের অধিনায়ক স্টিভ স্মিথ। স্মিথের ৭৩ রানের পর অ্যালেক্স ক্যারির ৬১ রানের ইনিংসের সুবাদে ৪৯.৩ ওভারে ২৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে পেরেছিল অস্ট্রেলিয়া। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে কোহলির ৮৪ রানের ইনিংসের সুবাদে ৪৮.১ ওভারে ৫ উইকেট হাতে রেখেই দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ে এবারের আসরে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। 

লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় ৩০ রানে শুবমান গিল আউট হওয়ার পর দলীয় ৪৩ রানেই বিদায় নেন রোহিতও। দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া ভারতের হাল ধরেন কোহলি ও শ্রেয়াস আইয়্যার। এ দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েছিলেন ৯১ রানের জুটি। এ জুটিতেই চাপমুক্ত হয় ভারত। ৪৫ রান করে আইয়্যার আউট হলেও কোহলি খেলেছেন বড় ইনিংস। 

এরপর অক্ষর প্যাটেলও আউট হন ২৭ রান করে। তবে একপ্রান্তে দলের হাল ধরেছিলেন কোহলি। অক্ষর ফেরার পর কেএল রাহুলকে নিয়ে তিনি গড়েন ৪৭ রানের জুটি। এ জুটিতেই জয়ের সুবাস পায় ভারত। এদিকে কোহলিও ছিলেন সেঞ্চুরির পথে। তবে দলীয় ২২৫ রানে ৮৪ রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে। 

এদিকে কোহলি ফেরার পর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন রাহুল। শেষদিকে পান্ডিয়া ২৪ বলে ২৮ রান করে আউট হলেও ৪২ রানে অপরাজিত ছিলেন রাহুল। 

Parisreports / Parisreports