অভিনয়, সংসার, ব্যবসা
তিনদিকেই পরিবারের সমর্থন পান ক্যাটরিনা

বিয়ের তিন বছর পার করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত দম্পতি তারা। একসঙ্গে এতটা সময় কাটিয়ে ফেললেও পরস্পরকে প্রভাবিত করার বা নিয়ন্ত্রণে রাখার তাগিদ নেই তাদের।
নিজেদের ব্যক্তিগত সত্তার সহাবস্থানে সফল এই দম্পতি। আবার সাদরে গ্রহণ করেছেন পরস্পরের সংস্কৃতিও। তাই একসঙ্গে এই জুটিকে দেখলে মুগ্ধ হন অনুরাগীরা।
যদিও দু'জনেই ব্যস্ত নিজেদের কর্মজীবন নিয়ে। ক্যাটরিনা এখন শুধুই অভিনেত্রী নন, তিনি একজন উদ্যোক্তাও বটে। ব্যবসার কাজে অনেকটা সময় পার করেন এই তারকা। তবে স্বামীর কথা মেনেই কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সমতা রক্ষা করছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ক্যাটরিনা।
অভিনেত্রী জানান, তিনি কাজের প্রতি এতটা মনোযোগী যে, অনেকসময়ই অনেক কিছুর প্রতি তার হুঁশ থাকে না।
ভিকি ক্যাটরিনাকে কাজে উৎসাহ দিলেও মাঝেমধ্যে বিরতি নিতে বলেন। ক্যাটরিনার কথায়, ‘ভিকি বলেন, দয়াকরে ফোনটা হাত থেকে নামিয়ে রাখো। কিন্তু আমার তখনও কোনও না কোনও কাজ বাকি পড়েই থাকে।’
ব্যবসার কাজের কারণে বর্তমানে ক্যাটরিনা ব্যস্ততার মধ্যেই দিন কাটান। সেক্ষেত্রে অভিনয়, সংসার ও ব্যবসা— তিনদিকে সমানভাবে তাল মেলাতে যে পরিবারের সমর্থন পান, সে কথা জানাতে ভোলেননি অভিনেত্রী। এছাড়াও ক্যাটরিনা নাকি মাঝেমধ্যেই অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তায় ভোগেন, অল্পতেই ঘাবড়ে যান। সেই সময় স্ত্রীকে নিমেষে শান্ত করে দেন ভিকি।
অভিনেত্রীর স্বামী বর্তমানে তার পরবর্তী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। ক্যাটরিনাকে শেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। আগামীতে তাকে ‘জি লে জারা’ সিনেমায় দেখা যাবে।
তবে ছবির কাজ না থাকলে প্রচারের আলো থেকে দূরেই থাকেন তিনি। গত কয়েকদিনে বিশেষ অনুষ্ঠান ছাড়া ক্যামেরার সামনে আসেননি ক্যাটরিনা। অধিকাংশ সময়ই খুব সাদামাঠা সাজে ও চোখে চশমা পরা অবস্থায় দেখা গেছে অভিনেতাকে।
Parisreports / Parisreports

বিতর্কের জেরে ফের চর্চায় আহনা, পেলেন প্রাণনাশের হুমকি

ভয়ঙ্কর নেশায় ডুবেছিলেন ববি দেওল

তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান

আমি অন্তঃসত্ত্বা নই, আগের চেয়ে মোটা হয়েছি

‘সময় পেলেই কোরআন পড়ছেন ইলিয়াস কাঞ্চন’

দুইবার লিভ ইনে ছিলাম, ৪টি প্রেম করেছি

অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

সাংবাদিকের চরিত্রে ‘অনুসন্ধান’ চালাবেন শুভশ্রী

ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

সোনমের কোলজুড়ে আসছে দ্বিতীয় সন্তান!

এবার শাড়িতে রাঙিয়ে দিলেন রোজা

ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু
