জন্মদিনে নতুন টিজারে ঝড় তুললেন যশ
কন্নড় সিনেমার মহাতারকা যশের জন্মদিন উপলক্ষে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর বিশেষ চরিত্র পরিচিতি ভিডিও প্রকাশ করেছেন নির্মাতারা। ‘কেজিএফ’ খ্যাত এই অভিনেতাকে এবার দেখা যাবে ‘রায়া’ নামের এক রহস্যময় ও দুর্ধর্ষ চরিত্রে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের এই লুক প্রকাশের আগে ধাপে ধাপে কিয়ারা আদভানি, নয়নতারা ও হুমা কুরেশির মতো তারকাদের চরিত্রগুলো সামনে এনে গল্পের এক বিশাল ক্যানভাস তৈরি করা হয়েছিল।
প্রকাশিত ভিডিওটির শুরুতেই এক নিস্তব্ধ কবরস্থানের আবহে রহস্যের দানা বাঁধে। হঠাৎ গুলির শব্দে সেই নীরবতা ভেঙে যায় এবং ধোঁয়ার মধ্য থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে আবির্ভূত হন ‘রায়া’ রূপী যশ। গত বছরের ঝলকের চেয়ে এবারের ভিডিওতে সিনেমার অন্ধকার জগত ও অ্যাকশনের ব্যাপকতা আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। ‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ শিরোনামের এই সিনেমাটি একই সঙ্গে কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হচ্ছে।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন যশ ও নির্মাতা গীটু মোহান্দাস। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করছেন যশ। কারিগরি দিকেও রয়েছে বড় চমক; এর অ্যাকশন দৃশ্যগুলো নির্মাণ করছেন হলিউডের খ্যাতনামা পরিচালক জে জে পেরি, যিনি বিশ্বখ্যাত ‘জন উইক’ সিরিজে কাজ করেছেন। এছাড়া সংগীতে রবি বাসরুর এবং চিত্রগ্রহণে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত রাজীব রবি।
‘কেজিএফ’ সিরিজের ‘রকি ভাই’ চরিত্রে অভিনয় করে সর্বভারতীয় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানো যশের জন্য ‘টক্সিক’ একটি আন্তর্জাতিক পরীক্ষা। কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের ব্যানারে নির্মিত এই বড় বাজেটের সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালমসহ একাধিক ভাষায় ডাবিং সংস্করণ মুক্তি পাবে।
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১৯ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক’। ঈদ, উগাদি ও গুড়ি পড়বা উপলক্ষে বিশেষ উৎসবের উপহার হিসেবে মুক্তি পাবে ‘টক্সিক’।
Parisreports / Parisreports
জন্মদিনে নতুন টিজারে ঝড় তুললেন যশ
আয়ের শীর্ষে রণবীরের ‘ধুরন্ধর’
অ্যানিভার্সারি লুকে চমকে দিলেন তাহসান পত্মী রোজা!
দুইবার হার্ট অ্যাটাক, এবার স্ট্রোক করলেন গায়ক তৌসিফ
আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পরই মারা গেলেন অভিনেত্রী
বিশ্বখ্যাত ফরাসি নায়িকা ব্রিজিত বার্দো মারা গেছেন
৬০ বছর বয়সে কত সম্পত্তির মালিক সালমান?
গুরুতর আহত ইমরান
আবারও মা হলেন ভারতী সিং
মঞ্চে মাদক সেবন, উইজ খলিফাকে কারাদণ্ড
শাড়িতে নজর কাড়লেন স্বস্তিকা
মা-বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার নিক