ঈদ বকশিসের নামে বাড়তি ভাড়া গুনছেন যাত্রীরা

ঈদযাত্রার শুরু থেকে নির্বিঘ্নে যাত্রীরা বাড়ি ফিরলেও শেষ দিন এসে বাড়ি ফিরতে ঈদে বকশিসের নাম বাড়তি ভাড়া গুনছেন যাত্রীরা। এতে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করছে আবার কেউ কেউ খুশি হয়ে দিচ্ছেন এ টাকা। রোববার (৩০ মার্চ) সকালে কল্যাণপুর বাস টার্মিনাল সরজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়।
ঢাকা থেকে নওগাঁর যাত্রী সাকিল আহমেদ বলেন, অগ্রিম টিকিট না কাটার কারণে সকাল দশটায় বাস কাউন্টারের এসেছে টিকিট কেটে বাড়ি ফিরবো বলে। প্রতি কাউন্টারের টিকিট পেয়েছি কিন্তু কোথাও সরকারের নির্ধারিত দামে দেয়নি। যখনি বলেছি অতিরিক্ত ভাড়া কেন চাইছেন সে বলছে ঈদ বকশিস এটা। পরে বাধ্য হয়ে আমরা দুই বন্ধু ১৩৬০ টাকার টিকিট ১৫০০ টাকা দিয়ে নিয়েছি।
রংপুরগামী যাত্রী রবিন বলেন, এবার টিকেট আছে, তবে টিকিট কাটার সময় বিক্রিয় কর্মীরা ঈদ বকশিস বলে টিকিট প্রতি ১০০-১৫০ অতিরিক্ত চাইছেন। তবে গতবারে তুলনায় এবার এ ঈদ বকশিসের হার কমেছে। গতবার ৭০০ টাকার টিকিট কেটেছি ১৬০০ টাকায় এবার তা ৮০০ টাকায়। তবে আমি তা খুশি হয়ে তাদের দিয়েছি।
সরজমিনে কল্যাণপুরের শ্যামলী, এসআর, হানিফ কাউন্টার ঘুরেও দেখা যায় সব কাউন্টারই ঈদ বকশিসের নামে অতিরিক্ত ১০০-১৫০ টাকা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে এস আর পরিবহনের কাউন্টার মাস্টারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এ পরিবহনের অন্য এক কর্মকর্তারা ঢাকা মেইলকে বলেন, গত ১০-১৫টা দিন রাত-দিন জেগে যাত্রীদের সেবা দিয়েছি। আমাদের যে বেতন সে বেতন ঈদ ভালো কাটে না। এখন যারা টিকিট কাটতে আসছে তাদের আমরা ঈদ বকশিস চাইছি, তবে কেউ না দিলে কোনো জোরজবরদস্তি নাই। খুশি দিলে নেওয়া হচ্ছে আর কেউ দিতে না চাইলে নিচ্ছি না।
Parisreports / Parisreports

ব্যাংককে বৈঠকে বসছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি

ছেলের সঙ্গে পার্কে ঘুরলেন খালেদা জিয়া

দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

এপ্রিলে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

মা অসুস্থ, জরুরি ভিত্তিতে ঢাকায় কোকোর স্ত্রী

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি

ঈদে দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সীমধারী

ঈদ জামাত কখন-কোথায়

দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ, ঈদ সোমবার

ঈদ বকশিসের নামে বাড়তি ভাড়া গুনছেন যাত্রীরা

৭ বছর পর জিয়া পরিবারে অন্যরকম ঈদ
