কাশ্মিরের ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

পহেলগাম হামলার পর এই প্রথম কাশ্মিরের ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীর সরকার। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়ার’ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারের উচ্চপর্যায় থেকে জানায়, কাশ্মিরের পহেলগাম শহরের কাছে বৈসরান তৃণভূমিতে পর্যটকদের উপর ভয়াবহ হামলার কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
উপত্যকায় পর্যটকদের জন্য মোট ৮৭টি গন্তব্য আছে, যার মধ্যে ৪৮টি বন্ধ করে দেয়া হয়েছে। তবে অন্য গন্তব্যস্থলগুলো খোলা রাখা হলেও এগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
বন্ধ হওয়া পর্যটনকেন্দ্রগুলোর হল- ইউসমার্গ, তুসমাইডান, দূদপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, কারিওয়ান ডুবুরি চান্দিগাম, বাঙ্গুস ভ্যালি, উলার/ওয়াটলাব, রামপোরা এবং রাজপোরা, চেয়ারহার, মুন্ডিজ-হামাম-মারকুট জলপ্রপাত, খাম্পু, ভিজিন, সারনাগ, সনদ, টপ্পু, গারটোপ, তেরোপা, ভারসাম। মারগানটপ, আকদ পার্ক, হাব্বা খাতুন পয়েন্ট, বাবরেশি, রিংগাওয়ালি, গোগলদারা, বাদেরকোট, শ্রুঞ্জ জলপ্রপাত, কামানপোস্ট, নাম্বলান জলপ্রপাত, ইকো পার্ক খাদনিয়ার, সাঙ্গারওয়ানি, জামিয়া মসজিদ, বাদামওয়ারি, রাজোরি কাদাল, আলি কাদাল, পাদশাপাল দারি, গুরস্তান, আলি কাদাল। পয়েন্ট, আস্তানমার্গ প্যারাগ্লাইডিং, মামনেথ এবং মহাদেব পাহাড়, বৌদ্ধ মঠ, দাচিগাম- বিয়ন্ড ট্রাউট ফার্ম/ফিশারিজ ফার্ম, আস্তানপোরা, বিশেষ করে কেয়াম গাহ রিসোর্ট, লাচপাত্রি, হাং পার্ক এবং নারানাগ।
গত ২২ এপ্রিল পহেলগামে পর্যটক হত্যার ঘটনায় দেশব্যাপী ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে অঞ্চলটির মানুষ বর্বর এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। হামলার পর কাশ্মিরে পর্যটক সংখ্যাও কমেছে অনেক। শ্রীনগর বিমানবন্দরেও নেই আগের মত ব্যস্ততা।
এর আগে, জম্মু ও কাশ্মির বিধানসভা সোমবার (২৮ এপ্রিল) পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সর্বসম্মতভাবে প্রস্তাব পাস করেছে। প্রস্তাবে হামলাটিকে জঘন্য, বর্বর, অমানবিক এবং কাপুরুষোচিত কাজ বলে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কাশ্মিরের নীতি, সংবিধানের মূল্যবোধ, ঐক্য, শান্তি ও সম্প্রীতির চেতনার ওপর সরাসরি আক্রমণ করে।
Parisreports / Parisreports

কাশ্মিরের ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

সেন্টমার্টিনে পর্যটক নেই

ঈদের দিন কুয়াকাটা সৈকতে মানুষের ঢল

ঈদে কক্সবাজারে ৫ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা

শনিবার থেকে সেন্টমার্টিনে ভ্রমণ ৯ মাসের জন্য বন্ধ

দেশের মাটিতে দাঁড়িয়েই দেখুন কাঞ্চনজঙ্ঘা

চলনবিলের হলুদ ফুলে মুগ্ধ পর্যটক

কম খরচে ঘুরে আসুন নীলগিরি

ভ্রমণে যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন

ঘুরে আসুন সিকিমের ‘সাংলাফু’ লেক

চর কুকরি মুকরি

মালদ্বীপে হানিমুনে যেতে চান? জেনে নিন খরচ
