পবনদীপের ভেঙেছে একাধিক হাড়
‘ইন্ডিয়ান আইডল’ জয়ী সংগীতশিল্পী পবনদীপ রাজন। সোমবার ভোর রাতে অহমদাবাদের কাছে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। এদিকে সংগীতশিল্পীর সহযোগী দল তার শারীরিক অবস্থার কথা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, এখন সংগীতশিল্পীতে আইসিইউতে রাখা হয়েছে। আগের তুলনায় ভালো আছেন। সারা শরীরের হাড় ভেঙেছে তার। এ ছাড়াও শরীর জুড়ে অনেক আঘাত। টানা ছয় ঘণ্টা অস্ত্রোপচার করা হয়েছে। কিছু হাড় জোড়া লাগিয়েছেন চিকিৎসকেরা।
বিবৃতিতে পবনদীপের সহযোগী দল আরও জানিয়েছে, একাধিক হাড় ভাঙায় অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছে গায়ককে। সন্ধ্যা সাতটা থেকে টানা অস্ত্রোপচারের চলে। তারপর একটু কমেছে সেই যন্ত্রণা। আপাতত আইসিইউ-তে থাকবেন গায়ক।
দিন চারেক পরে শারীরিক অবস্থার উন্নতি হলে বাকি ফ্র্যাকচার এবং আঘাতের জন্য তার আরও একটি অস্ত্রোপচার করা হবে। গায়কের বর্তমান শারীরিক পরিস্থিতি জানানোর পাশাপাশি তার অনুরাগীদের আন্তরিক ধন্যবাদও জানানো হয়েছে সহযোগী দলের পক্ষ থেকে।
প্রসঙ্গত, সোমবার ভোর ৩.৪০ মিনিট নাগাদ পবনদীপের গাড়ির সঙ্গে একটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে হাইওয়েতে। তার জেরেই এই দুর্ঘটনা। পবনদীপ উত্তরাখণ্ডের চম্পাওয়াটের বাসিন্দা। নিজের বাড়ি থেকে আহমেদাবাদের এক অনুষ্ঠানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। গায়কের সঙ্গে ছিলেন তার বন্ধু অজয় মেহরা ও চালক রাহুল সিংহ।
Parisreports / Parisreports
‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন
আদালতের দ্বারস্থ হলেন শিল্পা শেঠি
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, দুই বিচারকের পদত্যাগ
সংগীতশিল্পী সাগর মারা গেছেন
ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর জামিন পেলেন হিরো আলম
মানসিক যন্ত্রণা ভুলতে যা করতেন রিয়া চক্রবর্তী
বিচ্ছেদ গুঞ্জনের মাঝে হাসপাতালে মাহি
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
লজ্জায় স্কুলে যাচ্ছে না ইমরান হাশমির ছেলে
আজান শুনেই গান থামিয়ে দিলেন সনু নিগম