ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র ছাড়তে চান অভিনেত্রী
অস্কার মনোনীত মার্কিন অভিনেত্রী ও নির্মাতা ক্রিস্টেন স্টুয়ার্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিজ দেশে কাজের স্বাধীনতা না থাকায় আমেরিকা ছেড়ে অন্যত্র যেতে পারেন তিনি; বর্তমানে সেখানকার রাজনৈতিক পরিস্থিতির কারণেই এমনটা সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ লন্ডন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টেন স্টুয়ার্ট জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে সৃজনশীল কাজ চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে। অভিনেত্রী বলেন, আমি সেখানে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। তবে আমি হাল ছেড়ে দিতে চাই না। আমি ইউরোপে সিনেমা বানাতে চাই এবং সেগুলো আমেরিকানদের দেখাতে চাই।

অভিনেত্রীর মতে, ট্রাম্পের শাসনামলে বাস্তবতা ভিন্ন রূপ নিচ্ছে। বিশেষ করে সিনেমা নির্মাণের ওপর ট্রাম্পের আরোপিত শুল্ক বা ট্যারিফ নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন ক্রিস্টেন। জানিয়েছেন, দেশের বাইরে নির্মিত সিনেমার ওপর এমন বিধিনিষেধ চলচ্চিত্র শিল্পের জন্য ভয়ঙ্কর।
এমন প্রতিকূল পরিস্থিতির কারণে নিজের প্রথম পরিচালিত সিনেমা ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’-এর শুটিং লাটভিয়াতে করেছেন বলেও জানান তিনি। ক্রিস্টেনের দাবি, বর্তমান অবস্থায় যুক্তরাষ্ট্রে এই সিনেমার কাজ শেষ করা অসম্ভব ছিল।
ডোনাল্ড ট্রাম্পের সাথে ক্রিস্টেন স্টুয়ার্টের দ্বন্দ্ব এক দশকেরও বেশি পুরোনো। ২০১২ সালে ক্রিস্টেন ও রবার্ট প্যাটিনসনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তৎকালীন টুইটারে (বর্তমানে এক্স) মন্তব্য করেছিলেন ট্রাম্প। তখন থেকেই বিভিন্ন সময়ে ট্রাম্পের সমালোচনা করে আসছেন এই অভিনেত্রী।
ক্রিস্টেন স্টুয়ার্ট যদি যুক্তরাষ্ট্রে ছাড়েন, তবে তিনি হবেন ট্রাম্পের কারণে দেশ ছাড়া তারকাদের দীর্ঘ তালিকার নতুন নাম। এর আগে এলেন ডিজেনারেস, রোজি ও’ডোনেল এবং জেমস ক্যামেরনের মতো তারকারাও রাজনৈতিক পরিস্থিতির কারণে আমেরিকা ছাড়ার ঘোষণা দিয়েছেন।
Parisreports / Parisreports
ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র ছাড়তে চান অভিনেত্রী
অবসরের কারণ জানালেন অরিজিৎ
ক্রাচে ভর দিয়ে পার্টি ছাড়লেন হৃতিক
পারফর্মের সময় হেনস্তার শিকার মৌনী রায়
অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন
এক যুগ পর বালামের নতুন অ্যালবাম
বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর
এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বলে তোপ কঙ্গনার
বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল!
‘গোল্ডেন গ্লোবে’ নজর কাড়লেন যারা
জন্মদিনে নতুন টিজারে ঝড় তুললেন যশ
আয়ের শীর্ষে রণবীরের ‘ধুরন্ধর’