সোমবার, ১৯ মে, ২০২৫

জুটি বাঁধছেন আমির-আল্লু!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-৫-২০২৫ রাত ১২:২

সিনেমা দুনিয়ার দুই আলোচিত তারকা অভিনেতা আমির খান ও আল্লু অর্জুন। তাদের ছবি মুক্তি মানেই অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। যেন বক্স অফিসের রেকর্ড ভাঙা গড়ার মিছিল লাগে। সদ্য ৬০ বছরে পা দিয়েছেন আমির খান তবুও তার অভিনয় ক্যারিশমায় বুঁদ হন আট থেকে আশি।

অন্যদিক দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনও কম যান না। একের পর এক সিনেমা দিয়ে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। অভিনেতার সর্বশেষ সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’ ছাড়িয়ে গেছে আগের যেকোনো ছবির আয়ের রেকর্ড। 

সম্প্রতি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বাড়িতে দেখা যায় আল্লুকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গুঞ্জন উঠেছে প্যান ইন্ডিয়ার নতুন ছবিতে জুটি বাঁধছেন বলিউড-দক্ষিণী তারকা।  

সামাজিক মাধ্যমে এই দুই তারকার ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ওই ছবিতে দেখা গেছে, সাদা টি-শার্ট, ব্ল্যাক প্যান্ট আর ট্রেন্ডি চেন পরে একেবারে কুল লুকে আল্লু। পাশে নীল প্রিন্টেড কুর্তায় সাদামাটা ভঙ্গিতে ক্যামেরাবন্দী আমির। 

এই সৌজন্য সাক্ষাৎ কি নিছক আলাপচারিতা? না কি দুই তারকা জুটি বাঁধতে চলেছেন কোনো বড় বাজেটের সিনেমায়? বলিউড পাড়ায় ঘুরছে এমন অনেক প্রশ্ন!

বলিউড সিনেমা ‘লাল সিং চাড্ডা’র পর আমির খান এখন ব্যস্ত ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’ নিয়ে। সম্প্রতি, ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন অভিনেতা। যেখানে আমির ছাড়াও দেখা গেছে ১০ জন নতুন মুখকে। এ ছবি পরিচালনা করছেন আর. প্রসন্ন। 

Parisreports / Parisreports