সোমবার, ১৯ মে, ২০২৫

নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৫-২০২৫ দুপুর ৩:৪৮

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছে বিএনপি, এর অঙ্গসংঠন ও ইশরাক সমর্থকরা। এবার নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা। সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে নগর ভবন ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়।

রোববার দুপুরে নগরভবনে টানা ৪র্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, নগর ভবনের কার্যক্রম আগামীকাল বন্ধ রাখার জন্য সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আগামীকাল নগর ভবনে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।

এর আগে, সকাল ৯টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তার সমর্থকরা।

পরে বেলা ১২ টার দিকে নগর ভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন তারা। নগর ভবনের সামনে থেকে গুলিস্তান হয়ে, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে তারা আবারও নগর ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

আন্দোলনে বিক্ষোভকারীরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’; ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’; ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনও মেয়র নাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে আন্দোলনের কারণে নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ আছে।

আন্দোলনকারীরা বলেন, আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার কারণেই শপথ নিতে পারছেন না ইশরাক হোসেন। মেয়র ঘোষণার রায়কে আমলে না নিয়ে অন্তর্বতী সরকার আদালত অবমাননা করছে বলেও অভিযোগ তাদের।

উল্লেখ্য, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসনেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

Parisreports / Parisreports

নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের

শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঢাকায় জরুরি অবতরণ করলো বিমানের ফ্লাইট

গোল্ড বারসহ বিমানের পার্সারের মালামাল জব্দ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত

ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

নটরডেম কলেজের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বিচারের আগ পর্যন্ত আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন

এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনায় নিহত ৫৮৮

বুদ্ধ পূর্ণিমা’র শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা