জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে একদল লোক। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব ও যুগ্ম মহাসচিব খন্দকার দেলোয়ার জালালী জানান, হামলাকারীরা কার্যালয়ের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। এতে লাইব্রেরির বই, গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র পুড়ে যায়।
তিনি বলেন, বিকেল সাড়ে ৩টায় দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেল সাড়ে ৪টায় তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সন্ধ্যায় কর্মসূচি শেষ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতাকর্মীদের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কার্যালয় ত্যাগ করতে অনুরোধ করে। এরপর জাপা নেতাকর্মীরা চলে গেলে ২০–৩০ জনের একটি দল পুলিশের বাধা উপেক্ষা করে কার্যালয়ে ঢুকে আগুন ধরিয়ে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, জাপার দপ্তর থেকে জানানো হয়, বিকেল ৪টার পর আরেকটি গ্রুপ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উত্তরার বাসভবনে কয়েক দফা হামলার চেষ্টা চালায়। তবে সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন ছিল। আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করে। বর্তমানে কেন্দ্রীয় কার্যালয় ও চেয়ারম্যানের বাসভবনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
Parisreports / Parisreports
পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের
তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন
খালেদা জিয়ার পরিস্থিতি কিছুটা সংকটাপন্ন
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে
সেনানিবাসে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ
অসহায় নারীর ব্যাংক ঋণ শোধ করলো জামায়াত
গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন
ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন : তারেক রহমান
বিএনপির এক নেতার চাঁদাবাজির টাকাই গণভোট আয়োজন সম্ভব
৭১ আমাদের জন্মের ঠিকানা : মির্জা ফখরুল