পাক সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ১০

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় আফগান সীমান্তের কাছে একটি পাকিস্তানি সেনাক্যাম্পে আত্মঘাতী হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন ৭ জন সেনা ও তিন জন জঙ্গিসহ মোট ১০ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন সেনা।
শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে দক্ষিণ ওয়াজিরিস্তানের মির আলী সেনা ক্যাম্পে ঘটেছে এই হামলা। মির আলী এলাকাটি আফগানিস্তানের সীমান্তবর্তী।
দক্ষিণ ওয়াজিরিস্তানের ৫ জন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। কর্মকর্তারা জানিয়েছেন, আজ স্থানীয় সময় দুপুরের দিকে বিস্ফোরকবাহী গাড়ি অতর্কিতে নিয়ে মীর আলী সেনা ক্যাম্পে ঢুকে পড়ে। ক্যাম্পে ঢোকার পর সেখান থেকে ২ জন সশস্ত্র যোদ্ধা বের হয়ে ক্যাম্পের ভিতরে ঢোকার চেষ্টা করার সময় পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়। ঠিক সেই সময়েই বিস্ফোরিত হয় গাড়ির ভেতরে ফিট করে রাখা বোমাটি। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই গাড়ির চালক ও ৭ জন পাকিস্তানি সেনা, আহত হন আরও ১৩ জন।
পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত পিটিভি নিউজ এবং অন্যান্য সংবাদমাধ্যমেও খবরটি এসেছে, তবে সেখানে বলা হয়েছে— মির আলী সেনা ক্যাম্পে পাকিস্তানী সেনারা আফগান সন্ত্রাসীদের একটি আত্মঘাতী হামলা বানচাল করে দিয়েছে এবং সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতার জন্য দিন দিন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে দেশটির নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গোষ্ঠীটি আরও বেপরোয়া হয়ে উঠেছে।
পাকিস্তানের অভিযোগ—আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর মদত ও আশ্রয়-প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে টিটিপি; তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালিয়ে টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদকে হত্যা করে পাকিস্তানের বিমান বাহিনী। হামলার দু’দিন পর ১১ অক্টোবর আফগানিস্তানের সঙ্গে লাগোয়া খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে তীব্র সংঘাত শুরু হয় পাক-আফগান সেনাবাহিনীর মধ্যে।
চার দিন সংঘাত চলার পর ১৫ অক্টোবর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি হয় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১ টায়। মির আলী সেনা ক্যাম্পে হামলাও ঘটেছে দুপুর ১ টার দিকেই।
Parisreports / Parisreports

আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করলো ইসরায়েল

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত

পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহারে নিহত ৪০

পাক সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ১০

ইসরায়েল থেকে এলো ৩০ ফিলিস্তিনির নিথর দেহ

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ফের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

মরদেহ ফেরত নিয়ে নতুন টানাপোড়েন

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯

গাজায় নতুন সশস্ত্র দলের উত্থান

৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল

গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪
