তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের অসংখ্য সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি টালিউডেও সমানভাবে ব্যস্ত তিনি। শুধু পর্দাতেই নয়, সামাজিক মাধ্যমেও বেশ সরব জয়া। নিজের নানান মুহূর্ত ও ছবি প্রায়ই ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।
তবে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার কারণে কখনও কখনও বুলিংয়ের মুখেও পড়তে হয় এই অভিনেত্রীকে। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বাদশ পর্বে সে বিষয়েই খোলামেলা আলোচনা করেছেন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পডকাস্টে বিশেষ অতিথি হয়ে হাজির হয়েছিলেন জয়া।
বুলিং প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয়না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনি হয়তো পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।’
অতীতের প্রতি নিজের টান নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষায়,‘আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধন।’
Parisreports / Parisreports

ভয়ঙ্কর নেশায় ডুবেছিলেন ববি দেওল

তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান

আমি অন্তঃসত্ত্বা নই, আগের চেয়ে মোটা হয়েছি

‘সময় পেলেই কোরআন পড়ছেন ইলিয়াস কাঞ্চন’

দুইবার লিভ ইনে ছিলাম, ৪টি প্রেম করেছি

অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

সাংবাদিকের চরিত্রে ‘অনুসন্ধান’ চালাবেন শুভশ্রী

ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

সোনমের কোলজুড়ে আসছে দ্বিতীয় সন্তান!

এবার শাড়িতে রাঙিয়ে দিলেন রোজা

ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু

অনেকের ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ সালমানের বিরুদ্ধে
