শহরজুড়ে দৃষ্টিদূষণ, ব্যানার-ফেস্টুনে ‘ঢাকা’ পড়েছে ঢাকা
শহর যেন নিজের রং হারিয়ে রাজনৈতিক প্রচারণা, ব্যবসায়িক বিজ্ঞাপন আর ব্যক্তিগত প্রচারণার স্তূপে ঢাকা পড়ে গেছে। শহরের আকাশ দিনে দিনে ছেয়ে গেছে রঙিন কাপড়, প্লাস্টিক আর কাগজের ভিড়ে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি যেদিকে তাকানো যায় সেখানেই ঝুলছে ব্যানার, ফেস্টুন ও নানা রঙের পোস্টার।
বিশাল প্রচারণা-প্রদর্শনীর ফলে নিজস্ব সৌন্দর্য হারানোর মধ্য দিয়ে রাজধানী শহর ঢাকা যেন ব্যানার-পোস্টারে ঢাকা পড়েছে। ফুটপাতের ওপরের ঝুলন্ত ফেস্টুনে সাধারণ মানুষের চলাচলও অনেক স্থানে বাধাগ্রস্ত হচ্ছে। ট্র্যাফিক সিগন্যাল, বৈদ্যুতিক খুঁটি— সবকিছুতেই এখন সেঁটে আছে প্রচারণার চিহ্ন। শহরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা যতটুকু করা হয়, তার চেয়ে কয়েক গুণ গতিতে আবার নতুন দৃষ্টিদূষণ তৈরি হয়ে যাচ্ছে। নান্দনিকতা নষ্ট হওয়ার পাশাপাশি, একেকটি ব্যানার ও পোস্টার খুলে ফেলার পর সেগুলোর অবশিষ্ট অংশ রাস্তায় পড়ে থাকে।
শহরের সৌন্দর্য নষ্ট করা ব্যানার-ফেস্টুন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মতিঝিল একটি বাণিজ্যিক এলাকা, ব্যাংক পাড়া। এখানে এমন কোনো সড়ক, অলিগলি নেই যেখানে যততত্র ব্যানার, ফেস্টুন, পোস্টার সাঁটিয়ে সৌন্দর্য নষ্ট করা হয়নি। এমনকি শাপলা চত্বরের স্থাপনা পর্যন্ত দেখা যায় না এসব পোস্টারের কারণে। সিটি কর্পোরেশনের উচিত এসব অপসারণ করার পাশাপাশি এদের জরিমানা করা বা এমন কিছু উদ্যোগ গ্রহণ করা, যাতে করে কেউ পোস্টার-ব্যানার লাগানোর সুযোগ না পায়।’
Parisreports / Parisreports
শহরজুড়ে দৃষ্টিদূষণ, ব্যানার-ফেস্টুনে ‘ঢাকা’ পড়েছে ঢাকা
ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে সুপ্রিম কোর্টের চিঠি
বাসে আগুন-ককটেল নিক্ষেপকারীদের গুলির নির্দেশ
কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
নতুন পোশাকে পুলিশ
চালু হলো শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’
২৬ টুকরো লাশ উদ্ধার: মূলহোতা জরেজ ও তার বান্ধবী রিমান্ডে
নির্বাচন বানচালের সক্ষমতা কোনো অপশক্তির নেই: আইজিপি
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ৯ দিন মাঠে থাকবে
হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
ছাত্রদের যৌন নিপীড়নের মামলায় ঢাবি শিক্ষক কারাগারে
নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা