শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

প্যারিসে কবি জাহিদুল হক স্মরণ সন্ধ্যা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১-২০২৫ রাত ১১:৪

ষাটের দশকের কবি, গল্পকার ও গীতিকার প্রয়াত জাহিদুল হককে নিয়ে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘স্মৃতিতে স্মরণে জাহিদুল হক’। সম্প্রতি প্যারিসের স্টুডিও ব্লুতে এ আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘অক্ষর’। মুনির কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় সাইফুল ইসলামের কণ্ঠে কবির লেখা একগুচ্ছ কবিতা আবৃত্তির মাধ্যমে।

কবির পরিচিতি পাঠ করেন মুনির কাদের। কবিকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন বদরুজ্জামান জামান, লোকমান আহমেদ আপন, রেজাউল হায়দার চৌধুরী ও মেরি হাওলাদার।

কবির লেখা কবিতা পাঠ করেন আবু বকর আল আমিন, খালেদুর রহমান সাগর ও সোয়েব মোজাম্মেল। কবির লেখা সংগীত পরিবেশন করেন ইসরাত ফ্লোরা, মৌসুমী ভট্টাচার্য ও কুমকুম সাঈদা। কিবোর্ডে ছিলেন অমিত বড়ুয়া। স্মৃতিচারণ করেন আনা ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসনাত জাহান, আরিফ রানা, রাকিবুল ইসলাম, জিয়াউর রহমান হৃদয়, রামিসা বাতুল, বিক্রম চক্রবর্তী ও ডালিয়া চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসনাত জাহান।

কবি জাহিদুল হক বাংলা একাডেমির ফেলো ছিলেন। সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর কণ্ঠে তার লেখা ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ গানটি দেশজুড়ে জনপ্রিয়তা পায়।

তার প্রকাশিত কবিতাবইয়ের মধ্যে রয়েছে ‘পকেট ভর্তি মেঘ’, ‘তোমার হোমার’, ‘নীল দূতাবাস’, ‘সেই নিঃশ্বাসগুচ্ছ’, ‘পারীগুচ্ছ ও অন্যান্য কবিতা’, ‘এই ট্রেনটির নাম গার্সিয়া লোরকা’ ও ‘এ উৎসবে আমি একা’; গল্পবইয়ের মধ্যে রয়েছে ‘ব্যালকনিগুলো’ ও ‘আমার ভালোবাসার অটম’; উপন্যাসের মধ্যে রয়েছে ‘তোমার না আসার বার্ষিকী’ ও ‘আমজাদ আলির মেঘবাড়ি’।

১৯৪৯ সালের ১১ অগাস্ট ভারতের আসামের বদরপুরে জাহিদুল হকের জন্ম। তার চিকিৎসক বাবা তখন সেখানে রেলওয়ে হাসপাতালে কর্মরত ছিলেন। তাদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের আকদিয়া গ্রামে। এবছর ১৫ জানুয়ারি ৭৫ বছর বয়সে মারা যান কবি।

Parisreports / Parisreports