টিউলিপের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

লন্ডনে ফ্ল্যাট উপহার হিসেবে পাওয়া নিয়ে দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নেয়ার অভিযোগ ওঠায় তার পদত্যাগের চাপ অব্যাহত হয়েছে। এ বিষয়ে সংবাদমাধ্যম মেইল অন সানডে অনেকবার টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসা করেছে, তিনি ৭ লাখ পাউন্ড মূল্যমানের দুই বেডরুমের ফ্ল্যাটটি উপহার পেয়েছিলেন কিনা। সেই ফ্ল্যাটটি তার বাংলাদেশি স্বৈরশাসক খালা শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ এক ডেভেলপারের মালিকানাধীন ছিল।
তিনি সেই অভিযোগ অস্বীকার করে বলেছিলেন যে, এটি তার বাবা-মা কিনে দিয়েছেন। এছাড়া তিনি সংবাদমাধ্যমটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকিও দিয়েছিলেন।
কিন্তু এখন তার মূল দল লেবার পার্টির নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, কিংস ক্রস এলাকার এই ফ্ল্যাটটি আসলে একজন ডেভেলপারের ‘কৃতজ্ঞতার নিদর্শন’ হিসেবে তাকে দেয়া হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলে আবুল তাহের ও ডেভিড বার্গম্যানের বিশেষ প্রতিবেদনে রোববার (৫ জানুয়ারি) এসব তথ্য উঠে এসেছে।
৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধে কাজ করছেন। বর্তমানে তার জন্মস্থান বাংলাদেশে এই সব অভিযোগ তদন্তাধীন। সেখানে তার এবং তার পরিবারের আরও চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৩ দমমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
এদিকে, গত রাতে টোরি (কনজারভেটিভ) এমপিরা দাবি করেছেন, যদি তিনি (টিউলিপ) তার কার্যকলাপের ব্যাখ্যা দিতে না পারেন, তবে তার পদ থেকে সরে দাঁড়ানো উচিত।
টোরি এমপি বব ব্ল্যাকম্যান বলেন, 'টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তি সংক্রান্ত বিষয়টি পরিষ্কার করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে তিনি আগে কী বলেছিলেন এবং কেন বলেছিলেন। যদি তিনি তা না করেন, তাহলে মন্ত্রী হিসেবে তার অবস্থান আর গ্রহণযোগ্য হবে না।'
শ্যাডো হোম অফিস মন্ত্রী ম্যাট ভিকার্স যোগ করেন, 'সরকারের কোনো সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ গ্রহণযোগ্য নয়। কিন্তু যখন সেই সদস্য প্রধানমন্ত্রী স্টারমারের দুর্নীতিবিরোধী মন্ত্রী হন, তখন বিষয়টি আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে।' টোরি এমপি বেন ওবেসে-জেক্টি বলেন, 'টিউলিপ সিদ্দিকের ব্যাপারে নতুন এই তথ্য খুবই উদ্বেগজনক। ফ্ল্যাটটি উপহার হিসেবে পাওয়া এবং আর আগে সেটি কেনা বলে দাবি করার মধ্যে বিস্তর গড়মিল তাকে আরও প্রশ্নের মুখোমুখি করেছে।'
লেবার পার্টির ভিন্ন ভিন্ন বক্তব্য: ক্ষমতাসীন লেবার পার্টির সূত্র জানিয়েছে, ২০২২ সালে যখন সংবাদমাধ্যমটি প্রথমবার এ বিষয়ে অনুসন্ধান করে, তখন টিউলিপ সিদ্দিকের পরিবার তাকে জানিয়েছিল যে, এই ফ্ল্যাট তাদের একটি বাড়ি বিক্রির অর্থ দিয়ে কেনা হয়েছিল। কিন্তু গত সপ্তাহে তাদের স্মৃতিচারণ পাল্টে যায়।'
লেবার পার্টির এক সূত্র সংবাদমাধ্যম ফাইনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, 'টিউলিপের বাবা-মা এক পরিচিত ব্যক্তিকে আর্থিক সহায়তা করেছিলেন। সেই কৃতজ্ঞতাস্বরূপ সেই ব্যক্তি তার একটি সম্পত্তি টিউলিপের নামে হস্তান্তর করেন।'
ভূমি রেজিস্ট্রি রেকর্ডের তথ্য: ভূমি রেজিস্ট্রির রেকর্ড অনুযায়ী, ২০০৪ সালের নভেম্বরে টিউলিপ সিদ্দিক তৃতীয় তলার একটি ফ্ল্যাটের একক মালিক হন। সেই সময়ে তিনি কিংস কলেজ লন্ডন থেকে মাস্টার্স শেষ করেছিলেন এবং কোনো উপার্জন ছিল না। ফ্ল্যাটটির কোনো বন্ধক ছিল না এবং এতে কোনো দাম উল্লেখ ছিল না, যা প্রমাণ করে এটি কেনা হয়নি বরং হস্তান্তর করা হয়েছে। এটির আগের মালিক আব্দুল মুতালিফ, যিনি ২০০১ সালে এক লাখ ৯৫ হাজার পাউন্ড দিয়ে এটি কিনেছিলেন। তিনি বাংলাদেশের আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। সেই দলটি টিউলিপের খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন দল।
পার্লামেন্টের অঙ্গিকার ভাঙার অভিযোগ: টিউলিপ সিদ্দিক ২০১৩ সাল থেকে এই সম্পত্তি ভাড়া দিয়ে আসছেন এবং তার ভাড়া আয় পার্লামেন্টে রেকর্ড করা হয়েছে। তবে এমন একটি সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়ার আয় ১৪ মাস ধরে ঘোষণা না করায় তিনি পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডসের মাধ্যমে তদন্তাধীন হন।
টিউলিপ সিদ্দিক এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, 'টিউলিপ তার সম্পত্তির মালিকানা সম্পর্কে পূর্বের ভুল ধারণা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই বিষয়টি সংশ্লিষ্ট সাংবাদিককে জানিয়েছেন।'
Parisreports / Parisreports

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

আত্মপ্রকাশ করেই নিবন্ধন আবেদনের সময় তিন মাস বাড়ানোর দাবি বিএজিপির

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি

নির্বাচনের রোডম্যাপ: প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক কাল

‘মঙ্গল শোভাযাত্রা’ নামে কোনো কিছু করা যাবে না

বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু ঢাকায় বক্ষব্যাধিতে ভর্তি

ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করছে

আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার : মির্জা ফখরুল

বিএনপি নেতাকর্মীদের সাথে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

এনসিপি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে: নাছির

রাজপথে নামার হুঁশিয়ারি ফখরুলের

‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামের সংগঠনটি ভুয়া : বিএনপি
