শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উদ্যোগে

বরুড়ায় শীতবস্ত্র বিতরণ


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক photo বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ রাত ১২:১৬

 

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কুমিল্লার বরুড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।  শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব শাহ আলম, বরুড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজার ও ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শিক্ষক মো. মুজিবুর রহমান মজুমদার, অ্যাডমিশন অফিসার গোলাম রাব্বানী, আহসানুল হক, কবির হোসেন, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপক সরকার কবির, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সাখাওয়াত অভি, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সাবেক সভাপতি গাজী ওবায়দুল হক, মো. ইয়াসিন মিয়া, ইদ্রিস তালুকদার, গ্লোবাল ইসলামি ব্যাংক কুমিল্লা শাখা ব্যবস্থাপক শাহনুর আলম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির মো. মাহাদী হাসান অনিক, মোবাশ্বির, হুমায়ুন কবির সবুজ, শাহ আলম, মোহাম্মদ আলামিন বাবলু, ফারুক হোসেন, টিটু রঞ্জন, সাবেক সাধারণ সম্পাদক শাহপরান, ছোটতুলাগাও মহিলা কলেজে অ্যালামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি সাবরিনা জাহান শান্তাসহ বরুড়া উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বরুড়ার কৃতি ও গুণী সন্তান। তিনি বিভিন্ন দুর্যোগে বরুড়ার মানুষের পাশে দাঁড়িয়েছেন। 

উল্লেখ্য, ২১ ডিসেম্বর দিনব্যাপী বরুড়ার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় কম্বল, মোজা, সোয়েটারসহ আড়াই লাখ শীতবস্ত্র বিতরণ করা হয়।

Parisreports / Parisreports

কোম্পানীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাথী, সম্পাদক ওমর ফারুক

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন

এক দিন পেছালো এসএসসির গণিত পরীক্ষার রুটিন

জুলাই অভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ঢাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজধানীতে হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

রামদা হাতে ভাইরাল যুবদল নেতাকে বহিষ্কার

থমথমে কুয়েট, ক্লাস-পরীক্ষা বন্ধ

ফেব্রুয়ারির মধ্যেই বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

কাফনের কাপড় পরে শাহবাগে প্রাথমিকের শিক্ষকরা

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন শিক্ষকরা

সায়েন্সল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ