বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা
                                    এক মাসের কিছু বেশি সময় পর মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি। আট জাতির এই টুর্নামেন্ট গড়াতে যাচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি। তার আগে আইসিসি সময় বেঁধে দিয়েছে দলগুলোকে। আসর সামনে রেখে দল পাঠানোর শেষ সময় ১২ জানুয়ারি। সময়সীমার শেষদিনে আজ রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে।
আইসিসি ইভেন্টে বাংলাদেশের দল ঘোষণা মানেই নাটকীয়তা। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব-তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হলেও তাদের ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি। এই দুই তারকা ছাড়াও দলে থাকছেন না লম্বা সময় ধরে জাতীয় দলে খেলা লিটন কুমার দাস ক্রিকেটার ও পেসার শরিফুল ইসলাম।
আইসিসির কাছে ১৫ সদস্যের স্কোয়াড জমা দিলেও আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ থাকবে। এদিন, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণা করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ইনিংস শুরুর দায়িত্ব পড়বে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের কাঁধে। এখন পর্যন্ত ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেও পারভেজ ইমনের ওয়ানডে অভিষেক হয়নি। অভিষেকের অপেক্ষায় থাকা ইমনকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে যাবে টাইগাররা।
এছাড়া ফর্মের জন্য বাদ পড়েছের লিটন দাস। সাম্প্রতিক সময় সাদা বলের ক্রিকেটে লস্বা সময় ধরেই ফর্মহীনতায় তিনি। এই কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। এদিকে সৌম্য সরকার চোটে বাইরে থাকলেও তাকে স্কোয়াডে রেখেছে টিম ম্যানেজমেন্ট। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি টপ অর্ডারে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত।
চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেন্যু পাকিস্তানের কন্ডিশন বিবেচনায় চার পেসার রেখেছেন নির্বাচকরা। বিমানে চড়ার টিকিট পেয়েছেন তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। আর সাকিব আল হাসানের না থাকায় বাঁহাতি স্পিনারের অভাব পুষিয়ে দিতে দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।
একনজরে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড- 
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
Parisreports / Parisreports
                উলভার্টের সেঞ্চুরি ব্যর্থ করে বিশ্বচ্যাম্পিয়ন ভারত
                ২০২৭ পর্যন্ত টাইগারদের টেস্ট অধিনায়ক শান্ত
                রিশাদের ঘূর্ণিতে জিতল বাংলাদেশ
                বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর
                প্রবাসী বাংলাদেশিদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক জাকির আলী
                বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় দেড় মিলিয়ন আবেদন
                কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ
                লিটনের ফিফটিতে বড় জয় বাংলাদেশের
                ইনজুরি থেকে ফিরেই গোল-অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
                পূর্ব তিমুরের বিরুদ্ধে বাংলাদেশের বড় জয়
                রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান আর নেই
                ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ