শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

ভাবিনি সবাই এত ইমোশনাল হয়ে যাবে: মেহজাবীন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-১২-২০২৪ রাত ১২:৪৩

টানা হাততালি আর হর্ষধ্বনি। ‘প্রিয় মালতী’ দেখে দর্শক খুশি। শুক্রবার বেলা দেড়টায় শেষ হয় সিনেমাটির প্রথম শো। সিনেমা শেষে দর্শকেরা দাঁড়িয়ে অভিবাদন জানান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত এবং সংশ্লিষ্টদের।

আজ ২০ ডিসেম্বর থেকে সারা দেশের ২০টির বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয় মালতী’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করতে বেলা ১১টায় রাজধানীর পান্থপথ শাখার স্টার সিনেপ্লেক্সে যান মেহজাবীন চৌধুরী, নির্মাতা, প্রযোজক ও সংশ্লিষ্টরা। ১১টা ২০ মিনিটে শুরু হয় প্রথম শো। শো ছিল হাউসফুল।
সিনেমা শেষে মেহজাবীনকে শুভেচ্ছা জানান দর্শকেরা। সিনেমাটি তাঁদের ভালো লেগেছে বলে মন্তব্য করেন দর্শকেরা। সিনেমায় থাকা সামাজিক সমস্যার কথা বিশেষ করে উল্লেখ করেন তাঁরা। নানা বয়সের দর্শকদের দেখা গেছে প্রথম শোতে। বয়সে পার্থক্য থাকলেও গল্পের মূল ভাবনা বুঝতে সমস্যা হয়নি কারও।

কিছু দর্শককে চোখে পানি নিয়ে বের হতে দেখা গেছে। নির্মাতা শঙ্খ দাশগুপ্তর গল্প ও নির্মাণের প্রশংসা করেছেন বেশির ভাগ দর্শক। দর্শকদের সঙ্গে সিনেমা দেখা শেষ করে সংবাদমাধ্যমে কথা বলেন অভিনেত্রী মেহজাবীন ও নির্মাতা। মেহজাবীন বলেন, ‘সিনেমা ভালো লাগবে, এই প্রত্যাশা ছিল। কিন্তু দর্শক এতটা ইমোশনাল হয়ে পড়বেন, আশা করিনি। খুবই ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ।

Parisreports / Parisreports