কবে অবসর নেবেন জানালেন ‘বাজপাখি’ মার্টিনেজ

ফুটবলের বর্তমান দুনিয়ায় সবচেয়ে সেরা গোলরক্ষক কে? এমন প্রশ্নে আর্জেন্টিনা সমর্থকমাত্রই উত্তরে বলবেন এমিলিয়ানো মার্টিনেজের নাম। শুধু আর্জেন্টিনা সমর্থক নয়, ফুটবলপ্রেমীদের অনেকাংশেই মার্টিনেজের নাম নিবেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর এবার কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন বাজপাখিখ্যাত এ গোলরক্ষক। শুধু তাই নয়, এ দুই টুর্নামেন্টেই সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছেন তিনি।
অর্জনের ঝুলিতে আরও অনেক সাফল্যই আছে মার্টিনেজের। গোলরক্ষকদের ব্যালন ডি’অরখ্যাত ‘ইয়াশিন ট্রফি’ জিতেছেন টানা দুই মৌসুমে। আর কদিন আগেই জিতেছেন ‘ফিফা দ্য বেস্ট’ গোলরক্ষকের পুরস্কারও।
জাতীয় দলের জার্সিতে অর্জনের ঝুলি যখন পুরো করেছেন মার্টিনেজ তখন তাকে কবে অবসর নেবেন এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের দুই বছর পূর্তি হয়েছে গতকাল। দুই বছর পূর্তি উপলক্ষে আলবিসেলেস্তেদের ফুটবল অ্যাসোসিয়েশন এএফএফ একটি ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওতেই শিরোপা জয়ের স্মৃতিচারণা করেছেন মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্তিয়েল ও লাওতারো মার্তিনেজ। সেখানেই কবে অবসর নেবেন সে কথা জানিয়েছেন মার্টিনেজ।
সতীর্থদের কাছে মার্টিনেজ জানতে চান এমন কোনো দল আছে কি না যারা পরপর দুইবার বিশ্বকাপ জিতেছে। মার্টিনেজ বলেন, ‘এমন কোনো দল আছে, যারা টানা দুবার বিশ্বকাপ জিতেছে?’ এরপরই মার্টিনেজ বলেন, ‘আমি অবসর নেব, প্রতিশ্রুতি দিচ্ছি।’ অর্থাৎ, ২০২৬ সালে জাতীয় দলের হয়ে ফের বিশ্বজয় করতে পারলেই অবসর নেবেন মার্টিনেজ।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে অসামান্য অবদান রেখেছেন মার্টিনেজ। পুরো টুর্নামেন্টেই গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা মার্টিনেজ ফাইনালের নির্ধারিত সময়ের শেষাংশে ফরাসি ফুটবলার কোল মুয়ানির শট অনন্য ক্ষিপ্রতায় ঠেকিয়ে দলকে পরাজয়ের কবল থেকে রক্ষা করেন।
সে স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘শপথ করে বলছি, আমি ওটার চেয়ে আরও ভালো সেভ করেছি। ওটার ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে (মনে মনে) বলেছিলাম, আমার মাথাটা উড়িয়ে দাও।’ তিনি আরও বলেন, ‘আমি আড়াআড়িভাবে (কোলো মুয়ানির) সামনে এসে দাঁড়াই। বলটা বাউন্স করায় আমি হাত বাড়াই। সাধারণত আমি হাত নামিয়েই রাখি।’
Parisreports / Parisreports

আর্জেন্টিনার কাছে হারের পর দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল

ইংল্যান্ডে ফিরেই জয়ের দেখা পেলেন হামজা

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম

ব্রাজিলকে এক হালি গোল উপহার দিয়েছে আর্জেন্টিনা

ঢাকায় আনা হলো তামিম ইকবালকে

ভারতকে কাঁপিয়েও ড্রয়ের আফসোস বাংলাদেশের

কেমন আছেন তামিম ইকবাল?

জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলেছেন পরিবারের সঙ্গে

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

২৪ জনের স্কোয়াড নিয়ে ভারতে রওনা হামজাদের

স্পেশাল অলিম্পিকে সোনা জিতল বাংলাদেশ

আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ ব্রুক
