সোমবার, ৭ জুলাই, ২০২৫

৪৭তম বিসিএসের আবেদনের সময় বাড়ল ২৮ দিন


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক photo বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২১-১-২০২৫ রাত ৯:১২

৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইনে আবেদনের সময় ২৮ দিন বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী ৩০ জানুয়ারির পরিবর্তে আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রত্যাশীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএসের আবেদনের সময় ৩০ জানুয়ারির পরিবর্তে ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। কেবল ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা এই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা 
যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয়, তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন।

তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।

Parisreports / Parisreports

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২০ হাজার, বহিষ্কার ৪৩

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলক মাস্ক-স্যানিটাইজার

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু

রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের সংঘর্ষ

আজ থেকে কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

স্কুল-কলেজের প্রাত্যহিক সমাবেশে নতুন শপথবাক্য

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার

কুয়েটের ভিসি, প্রো-ভিসিকে অব্যাহতির সিদ্ধান্ত

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হল-ও খুললো

প্রাইম এশিয়ার ছাত্র হত্যায় গ্রেফতার ৩

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু