অশ্বিনের অবসর নিয়ে মুখ খুললেন জাদেজা

হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পথচলার ইতি টেনেছে রবিচন্দ্রন অশ্বিন। বোর্ডার-গাভাস্কার সিরিজের তিন টেস্ট সম্পন্ন হয়েছে। অশ্বিন একাদশে ছিলেন কেবল অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে। তৃতীয় ম্যাচে তার বদলে খেলেন রবীন্দ্র জাদেজা।
ব্রিসবেন টেস্টে দলে জায়গা না পাওয়া অশ্বিন অবসরের ঘোষণা দিয়েছেন এই ম্যাচের ৫ম দিনে, খেলা শেষ হওয়ার পর। ভারতীয় দলে দীর্ঘদিন এক সঙ্গে খেলেছেন জাদেজা-অশ্বিন। এ দুই স্পিনারের জুটি বিহু ম্যাচে ভারতকে জিতিয়েছে। দুজন মিলেই ভারতের অন্যতম ভরসা হয়ে ওঠেছিলেন।
এদিকে ব্রিসবেন টেস্টের ৫ম দিনেও দুজন সারাদিন একসঙ্গেই ছিলেন। তবে কোনোভাবেই অবসর নেয়ার সিদ্ধান্তের কথা অশ্বিন কোণোভাবেই বুঝতে দেননি বলেই জানিয়েছেন জাদেজা। এমনকি জাদেজা এ সিদ্ধান্তের কথা জেনেছেন অশ্বিনের সংবাদ সম্মেলনে আসার মাত্র ৫ মিনিট আগে।
অশ্বিন-জাদেজা একসঙ্গে খেলেছেন ৫৮টি টেস্ট, এ জুটি উইকেট নিয়েছে মোট ৫৮৭টি উইকেট। তবে দীর্ঘদিনের এ জুটি ভেঙেছে অশ্বিন অবসর নেয়ায়। দীর্ঘদিনের সতীর্থের সঙ্গে আর একইসাথে জাতীয় দলের জার্সি গায়ে খেলা হবে না জাদেজার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পরবর্তী টেস্ট হবে মেলবোর্নে। সেখানে পৌছেই অশ্বিনের অবসর নিয়ে মুখ খুলেছেন জাদেজা। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সারাটা দিন আমরা এক সঙ্গেই ছিলাম। অথচ অশ্বিন আমাকে সামান্যতম ইঙ্গিতও দেয়নি।’
জাদেজা আরও বলেন, ‘আমরা বুঝতে পারছি ওর মাথার মধ্যে কী চলছিল। বিষয়টা শেষ মুহূর্তে জানতে পারি। অশ্বিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যাওয়ার ৫ মিনিট আগে। খবরটা আমার কাছে আঘাতের মতো ছিল। আমরা অনেক দিন ধরে বোলিং জুটি ছিলাম। সব সময় পরস্পরকে উৎসাহিত করতাম। এক সঙ্গে আলোচনা করে পরিকল্পনা তৈরি করতাম। ব্যক্তিগত ভাবে অনেক কিছুর অভাব অনুভব করব।’
এদিকে অশ্বিনের অবসর নেয়া তরুণদের জন্য এক বিরাট সুযোগ জানিয়ে জাদেজা আরও বলেন, ‘আশা করব ভাল কোনও স্পিনার-অলরাউন্ডার অশ্বিনের অভাব পূর্ণ করবে দলে। ভারতে প্রতিভার কোনও অভাব নেই। এমন নয় যে কেউ অপরিবর্তনীয়। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা তরুণদের জন্য সূবর্ণ সুযোগ। কেউ নিশ্চই কাজে লাগাবে।’
Parisreports / Parisreports

আর্জেন্টিনার কাছে হারের পর দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল

ইংল্যান্ডে ফিরেই জয়ের দেখা পেলেন হামজা

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম

ব্রাজিলকে এক হালি গোল উপহার দিয়েছে আর্জেন্টিনা

ঢাকায় আনা হলো তামিম ইকবালকে

ভারতকে কাঁপিয়েও ড্রয়ের আফসোস বাংলাদেশের

কেমন আছেন তামিম ইকবাল?

জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলেছেন পরিবারের সঙ্গে

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

২৪ জনের স্কোয়াড নিয়ে ভারতে রওনা হামজাদের

স্পেশাল অলিম্পিকে সোনা জিতল বাংলাদেশ

আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ ব্রুক
