আবারও স্বর্ণের দামে বড় লাফ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাফে প্রতি ভরি ৩ হাজার ২৪৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা এতদিন এক লাখ ৫১ হাজার ২৮২ টাকায় বিক্রি হয়ে আসছিল।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৪৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১০৩ টাকা বাড়িয়ে এক লাখ ৪৭ হাজার ৫০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৫৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৬ হাজার ৪২৬ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২ হাজার ২৭৪ টাকা বাড়িয়ে এক লাখ ৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি ফেব্রুয়ারি মাসে পাঁচ দফা বাড়ানো হলো স্বর্ণের দাম। এর আগে, গত ১ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি, ১০ ফেব্রুয়ারি ও ১৭ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়।
এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।
Parisreports / Parisreports
নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ
তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির
মুছাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেফতার ৩: ডিবি
পাইপলাইনের লিকেজ না সারায় গ্যাসের তীব্র সংকট
হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ
নির্বাচনের পরিবেশ সন্তোষজনক : সিইসি
ঢাকায় ৪ ঘণ্টা ওঠানামা করেনি কোনো ফ্লাইট
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
পাকিস্তানের অনুমোদন পেল বিমানের ঢাকা-করাচি ফ্লাইট
চট্টগ্রামের তিন থানার ওসি বদলি