নেত্রকোনায় নিখোঁজ ৩ মাছ শিকারির মরদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুরিতে গ্রামবাসীদের ধাওয়া খেয়ে ধনু নদে নিখোঁজ হওয়া তিন মাছ শিকারির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে নদের নাওটানা এলাকা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা
মরদেহগুলো উদ্ধার করে।
তবে এ ঘটনায় মদন থানার গোবিন্দপুর গ্রামের ইয়াসিন মিয়া (২১) এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, জেলার আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে শহিদ মিয়া (৪৫), মদন উপজেলার বাগজান গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে রুকন মিয়া (৪২) ও কেন্দুয়ার রোয়াইলবাড়ি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে হৃদয় মিয়া (৩২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৮ মার্চ) সকালে জেলার বিভিন্ন উপজেলার সহস্রাধিক মাছ শিকারি পলো এবং লাঠিসোঁটা নিয়ে একটি জলমহালের মাছ শিকার করতে যান। মাছ শিকারিরা নদ পার হতে ফেরি নৌকায় যেতে চাইলে রসুলপুর গ্রামের লোকজন তাদের নৌকায় ধনু নদ পাড়ি দিতে বাধা দেন। এর জেরে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধাওয়ায় বেশ কয়েকজন মাছ শিকারি প্রাণ বাঁচাতে ধুন নদে ঝাঁপ দেন। এ সময় তাদের মধ্যে চারজন নিখোঁজ হন।
তারা আরও জানান, সোমবার বিকেল তিনটার দিকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও একজন নিখোঁজ রয়েছেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে খালিয়াজুরি থানার পুলিশ ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Parisreports / Parisreports

নোয়াখালীতে এনসিপি নেতা হান্নান মাসুদের মিছিলে হামলা

বাড়ির পাশে দোকানে গিয়ে ধর্ষণের শিকার শিশু

আবুধাবিতে ঘুমের মধ্যে স্ট্রোকে কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু

গাজীপুরে স্ত্রী-সন্তানকে হত্যার পর গৃহকর্তার আত্মহত্যা

নোয়াখালীতে চুলার আগুনে ১৬ দোকান পুড়ে ছাই

টঙ্গীতে দেড়ঘণ্টা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

কোম্পানীগঞ্জ ব্যাংকার্স ফোরামের সভাপতি মশিউর,সম্পাদক হাফিজ ভূঞা

বেগমগঞ্জে অসহায় মানুষ পেল ঈদে নগদ আর্থিক সহায়তা

টেকনাফে নৌকাডুবি: ২৫ রোহিঙ্গা উদ্ধার, নিখোঁজ বিজিবি সদস্য

সুন্দরবনে আগুন, ধারেকাছে নেই পানির উৎস

মোংলায় জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫

কুমিল্লায় ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলা
