সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে রবিবার ঈদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার চার গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ উদ্যাপন করেন। প্রায় ১০০ বছর ধরে বাংলাদেশের একদিন আগেই তারাবির নামাজ পড়ে রোজা শুরু করেন তারা। এ বছরও এসব গ্রামের মানুষ একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন বলে জানিয়েছে তারা।
রোববার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে দুই উপজেলার ৮টি মসজিদে একযোগে পবিত্র ঈদুল ফিতর পালন করবেন। গ্রামগুলো হলো- নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর গ্রাম, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম।
মসজিদ গুলো হলো- বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামের সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের নগর বাড়ির দরজা জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের ভুঁইয়া বাড়ির দরজা জামে মসজিদ, পশ্চিম বসন্তবাগ গ্রামের মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ, ফাজিলপুর গ্রামের দায়রা বাড়ির জামে মসজিদ, বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের জামে মসজিদ ও নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়ণপুর গ্রামের রশিদিয়া রহিমিয়া দরবার শরিফ।
জানা যায়, বড় পীর আবু মুহম্মদ মহিউদ্দীন সৈয়দ আবদুল কাদির জিলানী (র) এর মতাদর্শে তৈরি হয় কাদেরিয়া তরিকা। কাদেরিয়া তরিকার অনুসারী লক্ষ্মীনারায়ণপুর, হরিণারায়ণপুর, বসন্তবাগ ও ফাজিলপুর গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর একদিন আগে রোজা রাখে। এছাড়াও ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকে।
কাদেরিয়া তরিকার অনুসারী নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমন ঢাকা পোস্টকে বলেন, আমার বাড়িতে দরবার শরীফ। প্রতিবছর আমরা তারাবির নামাজ সৌদির সঙ্গে মিল রেখে আদায় করি। সৌদির সঙ্গে ঈদ উদ্যাপন করি। পৃথিবীতে চাঁদ একটাই। সুতরাং পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই আমরা তারাবি, রোজা ও ঈদ পালন করি।
রশিদিয়া রহিমিয়া দরবার শরিফের মুসল্লি আবু তাহের ঢাকা পোস্টকে বলেন, আমার দাদারা সৌদির সঙ্গে মিল রেখে পালন করেছে। আমরাও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা তারাবির নামাজ আদায় করেছি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদগাহ যাব। এটাই আমাদের আনন্দ। আমরা খুশি। একদিন আগেই ঈদ করবো ইনশাআল্লাহ!
Parisreports / Parisreports

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কোটি ৯ লাখ টাকা

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

একই পরিবারের ৪ জনের মরদেহ

বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২

মাগুরায় কবরস্থান থেকে ৯২টি লাইট চুরি

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

সাভারে লরিচাপায় প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

সুনামগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

খুলনায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

রাস্তার কাজের অনিয়ম: এলজিইডির কার্য সহকারীকে গণপিটুনি

থানায় এএসআইকে ছুরিকাঘাত করা সেই যুবকের লাশ মিলল পুকুরে
