বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালীতে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের গোলাগুলি, নিহত পাঁচ


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১২-২০২৫ দুপুর ১০:১৯

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাগলার চর দখলকে কেন্দ্র করে স্থানীয় কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে গুলিতে পাঁচ জন নিহত হয়েছেন। আহত অন্তত ডজন খানেক। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের সাত ও আট নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে শুধু আলাউদ্দিনের (৪০) নাম ও পরিচয় জানাতে পেরেছে। নিহত আলাউদ্দিন উপজেলার সুখচর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে।  

স্থানীয়রা জানান, জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে গত পাঁচ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী জাগলার চরের বেশ কিছু জমি বেচে দেয়। এরপর সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী জাগলার চরের জমির দখল নিতে মরিয়া হয়ে উঠে। এক পর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। এরপর দুটি গ্রুপ আলাদা আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালায়। অভিযোগ রয়েছে, চর দখলে যুক্ত ডাকাত আলাউদ্দিন সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম, আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বার, বিএনপি নেতা নবীর ঘনিষ্ঠ। তারা কোপা সামছু বাহিনীকে চর থেকে বিতাড়িত করে চরের জমি দখলে নিতে ডাকাত আলাউদ্দিনের বাহিনীর সঙ্গে আঁতাত করে। 

এ নিয়ে দুটি গ্রুপ একাধিকবার বিরোধে জড়ায়। এদিন সকালে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। এতে গুলিতে আলাউদ্দিনসহ চার জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা বলছেন, চার জনের মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিলো। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তেও পারে।  

অভিযোগের বিষয়ে জানতে সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিমের মুঠোফোনে একাধিক কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।  

হাতিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম বলেন, একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Parisreports / Parisreports

নোয়াখালীতে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের গোলাগুলি, নিহত পাঁচ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার 

সড়কে প্রাণ গেল ওসি ও এএসআইয়ের

কোটিপতি সিবিএ নেতা এয়াকুব গ্রেপ্তার

৯ ঘণ্টা ধরে ৩৫ ফুট গর্তে দুই বছরের শিশু

মেসেঞ্জারে গ্রুপচ্যাট নিয়ে বিরোধ

কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

চট্টগ্রামে কম্বল গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুরে আবাসিক কলোনিতে ভয়াবহ আগুন

সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ