মেসেঞ্জারে গ্রুপচ্যাট নিয়ে বিরোধ
ফেসবুক মেসেঞ্জারে গ্রুপচ্যাটকে কেন্দ্র করে বিরোধের জেরে পঞ্চগড়ে সোহান আলী (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রকে দলবদ্ধভাবে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা ১২ কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার অমরখানা উচ্চ বিদ্যালয়ের পাশের উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে। রাতে এ ঘটনায় সোহানের বড় ভাই রশিদুল ইসলাম পঞ্চগড় সদর থানায় ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় ১০ থেকে ১২ দিন আগে একটি ফেসবুক গ্রুপে সোহানের সঙ্গে কয়েকজন কিশোরের বাগবিতণ্ডা হয়। সোমবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে কয়েকেজন মিলে সোহান আলীকে ঘিরে ফেলে। এ সময় নূর নামের এক কিশোর সাইকেলের ফ্রিহুইল দিয়ে সোহানের মাথায় আঘাত করে। কাইয়ুম নামে আরেকজন কিশোর ছুরি দিয়ে বুকের দিকে আঘাত করতে গেলে সোহান হাত বাড়িয়ে ঠেকানোর চেষ্টা করে। এতে তার বাম হাতের কবজির রগ কেটে যায়। অন্যান্যরা কিল ঘুষি ও লাথি মারে।
সোহানকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে স্থানীয়দের সহায়তায় ১২ কিশোরকে আটক করে বিদ্যালয়ে রাখা হয়। পরে অমরখানা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলামসহ কয়েকজন শিক্ষক তাদের উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করেন। পুলিশ এসে তাদের হেফাজতে নেয় এবং হামলায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে।
Parisreports / Parisreports
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু
জামাই মেলায় মাছ কেনা নিয়ে জামাই-শ্বশুরের প্রতিযোগিতা
নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক
নওগাঁয় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে
২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
সারাদেশে বেড়েছে শীতের দাপট, জবুথবু জনজীবন
কেরানীগঞ্জে মাদরাসা ভবনে বিস্ফোরণে আহত ৪, বিস্ফোরক উদ্ধার
মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
বগুড়ায় একই ঘরে মিলল মা-মেয়ের ঝুলন্ত মরদেহ
নোয়াখালীতে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের গোলাগুলি, নিহত পাঁচ
ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন