শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

দিনে ১৮ বোতল মদ্যপান করতেন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২৫ রাত ১১:৪১

স্পষ্টবাদী হিসেবে বেশ পরিচিতি আছে বলিউডের ডাকসাইটে গীতিকবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের । শুরু করলে অন্যের ব্যাপারে যেমন খুল্লামখুল্লা, রাখঢাক রাখেন না নিজেকে নিয়েও। এই যেমন মুখ খুলেছেন নিজের মাদকাসক্তি নিয়ে। জানিয়েছেন, একসময় দিনে ১৮ বোতল মদ্যপান করতেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। কোন ধরনের মদ পছন্দ— বিষয়ে কথা বলতে গিয়ে বর্ষীয়ান এ বলিউড ব্যক্তিত্ব জানান, হুইস্কি পান করলেই অ্যালার্জি উৎপাত করত। সেকারণে বেছে নিয়েছিলেন বিয়ার। আসক্তি এতটাই বেড়েছিল যে দিনে ১৮ বোতল পান করতেন তিনি। কিন্তু পেটের বেরসিক চর্বি বিয়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করে জাভেদের। অগত্যা ঝুঁকে পড়েন রামের দিকে।

জাভেদ আখতারের ভাষ্য, “আমার হুইস্কি খেলে অ্যালার্জি হয়। তাই ভাবলাম, এবার শুধু বিয়ার পান করব। তবে সেটা দিনে ১৮ বোতলে গিয়ে পৌঁছায়। তারপর দেখলাম, আমার পেটটা ফুলতে শুরু করেছে। তাই বিয়ার ছেড়ে রাম পান করা শুরু করি।”

জাভেদ আরও জানান, মাদকাসক্তি এতটাই অতিরিক্ত ছিল যে সারাক্ষণ নেশায় ডুবে থাকতেন। এমনকি পানের সময় কোনো সঙ্গীর প্রয়োজন হতো না। একাই বোতলের পর বোতল সাবড়ে দিতেন। 

তবে একসময় অ্যালকোহলের সঙ্গে সম্পর্ক সম্পর্ক ছিন্ন করেন জাভেদ আখতার। কেননা বুঝতে পেরেছিলেন এর ভয়াবহতা। এ প্রসঙ্গে জাভেদপত্নি শাবানা আজমি বলেন, “ও জানত, এই ভাবে যদি চলে, বেশি দিন বাঁচা যাবে না এবং সৃজনশীল কাজও করা হবে না।”

বয়স যখন ১৯ জাভেদ আখতারের মদ্যপানের গল্পের শুরুটা তখন থেকে। ছাত্রাবস্থায় বন্ধুদের হাত ধরে শুরু। একসময় অর্থের অভাবে মদ্যপান করতে না পারলেও পরে যা আয় করতেন সব মদের পেছনেই ফুরাতেন। যদিও আয়ু ফুরিয়ে যাওয়ার ভয়ে এক সময় লাগাম টানেন তিনি। 

Parisreports / Parisreports

‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয় করে কত পেয়েছিলেন মুন্নি 

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী মাহির ‘ভাই’

মাদকসহ জনপ্রিয় টিকটকার গ্রেফতার

প্রাণনাশের শঙ্কায় ৩ কোটির বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

চট্টগ্রামের প্রথম মাল্টিপ্লেক্স বন্ধ হয়ে গেল

ভক্তের সঙ্গে রীতেশের দুর্ব্যবহার, চরম সমালোচনা

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন

জামিনে কারামুক্ত গান বাংলার তাপস

রাগের মাথায় পরিচালককে থাপ্পড় মারেন সালমান

আইনি জটিলতায় লন্ডনে সঞ্জয়ের মরদেহ

ভরা মঞ্চে পোশাক নিয়ে বিপাকে বিয়ন্সে

বাবা হিন্দু, স্বামী মুসলিম, কারিনা কোন ধর্মের?

মান্নাত ছেড়ে নতুন ঠিকানায় মাসে ২৪ লাখ টাকা ভাড়া গুনছেন শাহরুখ