মরদেহ ফেলতে গিয়ে আটক ২
নোয়াখালীতে যুবলীগ কর্মীকে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি খালে জাকির হোসেন (৩৮) নামের এক যুবলীগ কর্মীর মরদেহ ফেলে যাওয়ার সময় ধাওয়া করে দুইজনকে আটক করেছে স্থানীয়রা। পরে পালোয়ানের পোল এলাকার ওই খাল থেকে যুবলীগ কর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার পালোয়ানের পুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির সোনাইমুড়ি উপজেলা যুবলীগের সদস্য। তিনি সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্যাহ মিস্ত্রীর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে জাকির সোনাইমুড়ী উপজেলার নজরুল ইসলাম নামের এক ব্যক্তির একটি বেকু মেশিন (মাটি কাটার মেশিন) পুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠে। এরপর কয়েকজন দূর্বৃত্ত জাকিরের বাড়িতে গিয়ে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে আসে। পরে বিকেলে সিএনজি থেকে পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার খালের মধ্যে জাকিরের মৃতদেহ ফেলে দেয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পায়। এ সময় ধাওয়া করে বাংলা বাজার এলাকায় গিয়ে সিএনজিটি আটক করে স্থানীয়রা। এ সময় সিএনজি চালক ও ভেতরে থাকা বাবু (৩৬) নামে এজকনকে গণপিটুনি দেয়।
পরে খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ তাদের আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পাশাপাশি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, নজরুলের সাথে জাকিরের ঝামেলার কথা শুনেছি। নিহত জাকিরের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় সোনাইমুড়ী থানায় ১১টি মামলা রয়েছে। সে স্থানীয় সন্ত্রাসী গ্রুপ জাকির বাহিনীর প্রধান। এছাড়াও তার বিরুদ্ধে অন্য থানায়ও মামলা রয়েছে। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, আটক দুইজনকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Parisreports / Parisreports

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কোটি ৯ লাখ টাকা

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

একই পরিবারের ৪ জনের মরদেহ

বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২

মাগুরায় কবরস্থান থেকে ৯২টি লাইট চুরি

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

সাভারে লরিচাপায় প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

সুনামগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

খুলনায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

রাস্তার কাজের অনিয়ম: এলজিইডির কার্য সহকারীকে গণপিটুনি

থানায় এএসআইকে ছুরিকাঘাত করা সেই যুবকের লাশ মিলল পুকুরে
