কানের লাল গালিচায় বাংলাদেশি সিনেমার ঐতিহাসিক মুহূর্ত

বাংলাদেশি চলচ্চিত্রের জন্য কান চলচ্চিত্র উৎসব বরাবরই ছিল স্বপ্নের জায়গা। সেই স্বপ্ন আরো কিছুটা উস্কে দিয়েছিলেন তারেক মাসুদ। ২০০২ সালে তার নির্মিত ‘মাটির ময়না’ কানের প্যারালাল সেকশন ‘ডিরেক্টর ফোর্টনাইট’-এ নির্বাচিত হয়।
এরপর দীর্ঘ বিরতি পেরিয়ে ২০২১ সালে কানের অফিশিয়াল সেকশন ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নেয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। যা ছিল বাংলাদেশের সিনেমার কানের মূল কাঠামোয় প্রথম প্রবেশ!
তবে মূল প্রতিযোগিতা বিভাগে—যেখানে স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য সব বিভাগের নির্ধারিত সংখ্যক ছবি আন্তর্জাতিক বিচারকের রায়ে প্রতিদ্বন্দ্বিতা করে—সেখানে প্রথমবার স্থান পেয়েছে বাংলাদেশি শর্টফিল্ম ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত এই শর্টফিল্মটি এ বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে!
২০২৫ সালের কান উৎসবে ৪,৭৮১টি শর্টফিল্মের মধ্যে থেকে বেছে নেওয়া ১১টি ছবির তালিকায় রয়েছে বাংলাদেশি ‘আলী’। যা বাংলাদেশি সিনেমার জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। কানের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়া এটাই প্রথম বাংলাদেশি কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র! স্বভাবতই দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষদের মধ্যে খবরটি বেশ উচ্ছ্বাস ও উদ্দীপনার জন্ম দিয়েছে।
‘আলী’ নিয়ে কানে যোগ দিয়েছেন নির্মাতা আদনান আল রাজীব, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরুসহ কয়েক সদস্যের দল। এরইমধ্যে শুক্রবার কানের লাল গালিচায় হাঁটতে দেখা গেছে আদনান আল রাজীব ও কামরুল হাসান খসরুকে। লাল গালিচায় তাদের হেঁটে যাওয়ার দৃশ্যটি ইতোমধ্যেই দেশীয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে।
বিশেষ করে বাংলাদেশি দর্শক, চলচ্চিত্রপ্রেমী এবং তরুণ নির্মাতাদের মাঝে এই দৃশ্য বেশ নাড়া দিয়েছে। ক্লিপটি শেয়ার করে অনেকে বলছেন, আলী টিমের এই অর্জন নতুন করে স্বাধীন ধারার চলচ্চিত্রপ্রেমীদের অনুপ্রেরণা জোগাবে।
Parisreports / Parisreports

‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয় করে কত পেয়েছিলেন মুন্নি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী মাহির ‘ভাই’

মাদকসহ জনপ্রিয় টিকটকার গ্রেফতার

প্রাণনাশের শঙ্কায় ৩ কোটির বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

চট্টগ্রামের প্রথম মাল্টিপ্লেক্স বন্ধ হয়ে গেল

ভক্তের সঙ্গে রীতেশের দুর্ব্যবহার, চরম সমালোচনা

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন

জামিনে কারামুক্ত গান বাংলার তাপস

রাগের মাথায় পরিচালককে থাপ্পড় মারেন সালমান

আইনি জটিলতায় লন্ডনে সঞ্জয়ের মরদেহ

ভরা মঞ্চে পোশাক নিয়ে বিপাকে বিয়ন্সে

বাবা হিন্দু, স্বামী মুসলিম, কারিনা কোন ধর্মের?
