ক্ষুব্ধ দর্শকরা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ কমল হাসান
খ্যাতিমান অভিনেতা কমল হাসানের ঠগ লাইফ-এর ট্রেলার মুক্তি পেয়েছে। মনি রত্নম পরিচালিত এই ছবিতে কমল হাসান ছাড়াও অভিনয় করেছেন দক্ষিণী নায়িকা ত্রিশা কৃষ্ণন। তবে ট্রেলারে কমল হাসানকে হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে অনেকেই অস্বস্তি প্রকাশ করেছেন।
শনিবার ট্রেলার মুক্তি পাওয়ার পরেই হইচই শুরু হয় নেট দুনিয়ায়। কিছু মানুষ যেমন ট্রেলারের প্রশংসা করেছেন তেমনই কেউ কেউ অভিনেতার সমালোচনাও করেছেন।
৭০ বছর বয়সী কমল হাসানকে ৪২ বছর বয়সী ত্রিশাকে চুমু খেতে দেখে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন দর্শকরা। শনিবার ছবির ট্রেলার প্রকাশ পেতেই নেটিজেনরা অভিনেতা-অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন।
একজন লিখেছেন, ‘যদি একজন বৃদ্ধ পুরুষ যুবতীর প্রেমে পড়ে তাহলে সেখানে কিছু বলার থাকে না কিন্তু একজন বৃদ্ধ পুরুষ যদি তরুণের মতো ভান করে তাহলে অদ্ভুত লাগে।’ অন্য একজন লিখেছেন, ‘ট্রেলার দেখে সত্যি ভীষণ অবাক হলাম।’
একজন রসিকতা সুরে মন্তব্য করে বলেন, ‘মাত্র ৩০ বছরের ব্যবধান, তারা নাকি আত্মার সঙ্গী! এটা কি ভাই?’
একজন আবার কমল হাসানের মেয়ের কথা টেনে এনে লিখেছেন, ‘ত্রিশা শ্রুতির থেকে মাত্র তিন বছরের বড়, হাঁটুর বয়সী একটি মেয়ের সঙ্গে এই দৃশ্যে অভিনয় করা কীভাবে সম্ভব?’
তবে অনেকেই আবার কমল হাসানের পক্ষেও কথা বলেছেন। একজন লিখেছেন, ‘চরিত্রের খাতিরে সবকিছুই করতে হয়। গল্পে স্পষ্ট ভাবে দেখানো হয়েছে একজন বয়স্ক গ্যাংস্টার একজন কম বয়সী মহিলার প্রেমে পড়েছেন, খুব স্বাভাবিকভাবেই এই দৃশ্যটি যথাযথ।’
Parisreports / Parisreports
এবার রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালান
সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ
মা হলেন পরিণীতি চোপড়া
বিতর্কের জেরে ফের চর্চায় আহনা, পেলেন প্রাণনাশের হুমকি
ভয়ঙ্কর নেশায় ডুবেছিলেন ববি দেওল
তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান
আমি অন্তঃসত্ত্বা নই, আগের চেয়ে মোটা হয়েছি
‘সময় পেলেই কোরআন পড়ছেন ইলিয়াস কাঞ্চন’
দুইবার লিভ ইনে ছিলাম, ৪টি প্রেম করেছি
অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
সাংবাদিকের চরিত্রে ‘অনুসন্ধান’ চালাবেন শুভশ্রী
ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন