কান উৎসবের পর্দায় দেখানো হলো বাংলাদেশের ‘আলী’
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ ‘আলী’ চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। বৃহস্পতিবার উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় এ সিনেমাটি।
সিনেমাটির গল্পপটে, উপকূল অঞ্চলের এক কিশোর— ‘আলী’, যে কিনা বেড়ে উঠেছে সমাজের কিছু কঠিন প্রথার ভেতরে। যেখানে নারীদের গান গাওয়াকে দেখা হয় অপমান হিসেবে; আর এমনই এক পরিবেশে গানের প্রতিযোগিতায় অংশ নিতে চান আলী। তার এই সরল আকাঙ্ক্ষার আড়ালে আছে এক দীর্ঘ সাংস্কৃতিক নিষেধাজ্ঞা, যা প্রশ্ন তোলে লিঙ্গবৈষম্য, পরম্পরা ও ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে।

বলা বাহুল্য, সিনেমাটি কান উৎসবের মতো আসরে জায়গা পাওয়া নিঃসন্দেহে একটি বড় কৃতিত্ব। আর প্রদর্শনীর পরপরই সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে আরেকটি উল্লেখযোগ্য অর্জন যুক্ত হলো বাংলাদেশের নামে।
প্রদর্শনী শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক আদনান আল রাজীব। ‘আজকের এই মুহূর্তটি আমার জন্য নয়, আমাদের সবার জন্য—যারা স্বপ্ন দেখে, প্রতিবাদ করে, নিজের ভাষায় কথা বলতে শেখে।’ নির্মাতা এও বলেন, ‘আমি বিশ্বাস করি, সত্য যখন বলা হয়, তা ভাষা বা সংস্কৃতির সীমা ছাড়িয়ে মানুষের হৃদয়ে পৌঁছে যায়।’
Parisreports / Parisreports
এবার রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালান
সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ
মা হলেন পরিণীতি চোপড়া
বিতর্কের জেরে ফের চর্চায় আহনা, পেলেন প্রাণনাশের হুমকি
ভয়ঙ্কর নেশায় ডুবেছিলেন ববি দেওল
তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান
আমি অন্তঃসত্ত্বা নই, আগের চেয়ে মোটা হয়েছি
‘সময় পেলেই কোরআন পড়ছেন ইলিয়াস কাঞ্চন’
দুইবার লিভ ইনে ছিলাম, ৪টি প্রেম করেছি
অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
সাংবাদিকের চরিত্রে ‘অনুসন্ধান’ চালাবেন শুভশ্রী
ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন