ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা

দেশে আবারও দেখা দিয়েছে করোনার প্রভাব, শনাক্ত হচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগী। ফলে জনমনে বাড়াচ্ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। সেই মহামারী ভাইরাস আবারও সারাদেশে ছড়িয়ে পড়বে কিনা বা ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু —সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে জনমনে।
গত সোমবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ জনের কাছ থেকে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ১৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে অর্থাৎ নমুনা পরীক্ষার অর্ধেকই করোনায় আক্রান্ত। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭২০ জনে। যদিও একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫০ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আসায় সম্প্রতি বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ। এরমধ্যে গেলো দুই দিনে রাজশাহীতেই ১১ জন করোনা পজিটিভ হওয়া খবর পাওয়া গেছে, যার মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. খন্দকার মো. ফয়সাল আলম বলেন, আক্রান্তদের উপসর্গ প্রায় একই ধরনের এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যেও একই উপসর্গ দেখা যাচ্ছে।
এদিকে, পার্শ্ববর্তী দেশ ভারতেও নতুন করে শনাক্ত হচ্ছে করোনাভাইরাস। দেশটির বিভিন্ন রাজ্যে ক্রমেই করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে, তবে সেটা সীমিত পরিসরে।
Parisreports / Parisreports

দেশে চব্বিশ ঘণ্টায় ২৬ জনের করোনা শনাক্ত

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯২

২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

একদিনে ২৪৯ জনের ডেঙ্গু শনাক্ত, একজনের মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯

একদিনে সারাদেশে ২৮৮ জনের ডেঙ্গু শনাক্ত

ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা

ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি

স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ

ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ২২

সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার
