সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বসিলা পশুর হাটে নজর কাড়ছে বাদশাহ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ১১:৮

চার দিনেও জমে ওঠেনি রাজধানীর বসিলা পশুর হাট। পাবনা থেকে ২৫টি গরু নিয়ে হাটে আসা সাঁথিয়া উপজেলার নজরুল ইসলাম এখনো বিক্রি করতে পারেননি একটিও। তার সঙ্গে আছেন আরও সাতজন। সবাই মিলে এনেছেন ১৪০টি গরু। বেচাবিক্রি নেই তাদেরও। ফলে হতাশ এসব বেপারীরা।

এই হতাশার মাঝেই বিশেষ ভাবে নজর কাড়ছে মেহেরপুরের গাংনী থেকে আসা ‘বাদশাহ’। ওজন তার ১২ থেকে ১৩ মন। দাম হাঁকা হচ্ছে সাড়ে সাত লাখ।

মঙ্গলবার (৩ জুন) বসিলার চল্লিশ ফিট হাট সরেজমিনে ঘুরে এবং বেপারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।  বেচাবিক্রি নিয়ে নজরুল নামে এক বেপারী জানালেন, এখনো হাটের মতিগতি তিনি বুঝে উঠতে পারছেন না। ক্রেতারা এলেও দামদর করে চলে যাচ্ছেন। তিনি বুঝতে পারছেন না গরুর দাম বেশি চাচ্ছেন কিনা। 

H2

এ অবস্থা শুধু নজরুলের নয়, বসিলা হাটের অধিকাংশ বেপারীর। তবে এর মাঝেও টুকটাক বেচাবিক্রি চলছে। 

নজরুলের সঙ্গে আসা বেপারীরা কী জানান, গত বছর তারা এই সময়ে অর্ধেক গরু বিক্রি করে ফেলেছিলেন। কিন্তু এবছর তেমন কোনো আলামত নেই। হাটে ক্রেতা অনেক কম। তবে তারা আশাবাদী বুধবার (৪ জুন) থেকে হাট জমতে পারে। 

নিয়ামতপুর থেকে আসা বেপারী সরোয়ার জানালেন, তিনি সাতটি গরু নিয়ে এসেছেন। কিন্তু এখনো কোনো গরু বিক্রি করতে পারেননি। তার সঙ্গে এসেছেন আরও চারজন। তারাও একই কথা জানালেন। 

এসময় কথা হয় মোহাম্মদপুর থেকে গরু কিনতে আসা ক্রেতা জহিরের সঙ্গে৷ তিনি তখনো গরু কেনার জন্য খুঁজছিলেন। কিন্তু মনের মতো গরু খুঁজে পাচ্ছিলেন না। তিনি জানালেন, এবার গরুর দাম তার কাছে বেশি মনে হচ্ছে। 

এসময় কথার ফাঁকে তার সামনে দিয়ে একটি গরু নিয়ে যাচ্ছিলো কয়েকজন যুবক। কত টাকায় নিলেন তাদের প্রতি জোরে ডাক দিয়ে দর জানতে চাইলেন জহির। তাদের একজন বলে উঠলেন, ৭৫ হাজার টাকা! 

এরপর তিনি বলেন, ভাই এবার প্রমাণ পেলেন তো গরুর দাম বেশি! তার মতে, গতবার ছোট সাইজের গরু সর্বোচ্চ ৪০-৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এবার সেই গরু বেপারীরা চাচ্ছেন ৮০-৯০ হাজার টাকা। যা অস্বাভাবিক দাম বলছেন তিনি। 

এ হাটে গরু বিক্রি হচ্ছে। তবে আগের বারের মতো নয় বলে ধানমন্ডি থেকে আসা গরু ক্রেতা সালাম নিয়ন। তিনি বলেন, গতবার গরু কিনতে এসেছিলাম তখন বেশ ভিড় ছিল। এবার ভিড় কম মনে হচ্ছে। হয়তো আগামীকাল হাট কমবে।

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, তারাও এবার গরুর দাম শুনে বেশ হতাশ। অস্বাভাবিক দাম চাচ্ছেন ক্রেতারা। ফলে তারাও কাঙ্ক্ষিত দাম হাঁকিয়ে পছন্দের গরু পাচ্ছেন না। 

এদিকে হাট ইজারাদারের লোকজন মাইকে নানা কথা বলে বেপারীদের উদ্বুদ্ধ করছেন। কোনো একটি গরু বিক্রি হলেই তারা ঘোষণা দিয়ে জানান দিচ্ছেন।

Parisreports / Parisreports

এবারও দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ইলিশ

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

রাজধানীতে পুলিশকে কুপিয়ে আহতের ঘটনায় আটক ১০২

সাগরে লঘুচাপ, আরও ঘনীভূত হওয়ার আভাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে ১৩৫ শতাংশের বেশি

সিলেটে পাথর লুট: জড়িতদের তালিকা প্রকাশ করলো দুদক

পেঁয়াজের সেঞ্চুরি ছুঁইছুঁই, ডিমের ডজন ১৫০

খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে

জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

খসড়া ভোটার তালিকা প্রকাশ : মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ, নতুন ৪৫ লাখ