মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ইসলাম গ্রহণ করেছেন পর্ন তারকা লিল 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২৫ রাত ১১:৪৪

তারকাদের ধর্মান্তরিত হওয়ার ঘটনা নতুন না। মাঝে মাঝেই এরকম শোনা যায়। এই যেমন এবার খবর এলো ইসলাম ধর্ম করেছেন জাপানের নীল ছবির নায়িকা রায়ে লিল ব্ল্যাক। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।  ধর্মের পাশাপাশি পেশাও বদলেছেন লিল। জানিয়েছেন প্রাপ্তবয়স্কদের ছবিতে আর দেখা যাবে না তাকে। কারণ হিসেবে জানিয়েছেন এবার ধর্মের পথে চলতে চান তিনি। 

এদিকে লিলের ইসলাম গ্রহণের কারণ খুঁজে বেড়াচ্ছেন অনেকে। তাদের নিরাশ করেননি অভিনেত্রী। জানিয়েছেন, কিছুদিন আগে এক বন্ধুর সঙ্গে দেখা করতে মালয়েশিয়া যান লিল। সেখানে গিয়ে মনের ভেতর পরিবর্তন আসে তার। 

লিলের দাবি, খ্যাতি যশের অভাব না থাকা সত্ত্বেও শান্তি ছিল না তার। ভেতরটা খালি খালি লাগত। সেই শূন্যতা ঘোচাতেই ২০২৪ সালে ইসলাম গ্রহণ করেন তিনি। নিজের নাম বদলে রেখেছেন নূরে ইস্তেকবাল।

এদিকে অনেকে লিলকে নিয়ে কটাক্ষে মেতেছেন। জনপ্রিয়তা বাড়াতেই ধর্ম বদলেছেন বলে দাবি তাদের। তবে লিলও চুপ থাকেননি। এক হাত নিয়েছেন সমালোচনাকারীদের। 
তার কথায়, ‘আমি মৃত্যুর পর জান্নাতে যাব কি না এবং আমার পাপ ক্ষমার অযোগ্য কি না সেটা আপনাদের জানার বিষয় না। আমারটা আমি বুঝে নেব, আপনাদের মাথা ঘামাতে হবে না।’ 

Parisreports / Parisreports