শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

কপিল শর্মার ক্যাফেতে হামলা, গুলিবর্ষণ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৭-২০২৫ রাত ১১:৩৫

জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা সম্প্রতি কানাডার এক শহরে ক্যাফে নির্মাণ করেছেন। তার স্ত্রী গিনিও এই ক্যাফের সঙ্গে যুক্ত। ক্যাফের নাম 'ক্যাপস ক্যাফে'। সেই ক্যাফে ঘিরে এল এক আতঙ্কের খবর। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা একাধিক রাউন্ড গুলি চালিয়েছে। ঘটনার সময় ক্যাফেটি বন্ধ ছিল, ফলে কোনো প্রাণহানির খবর নেই। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, স্থানীয় সময় রাত প্রায় একটা নাগাদ কয়েকজন হামলাকারী ক্যাফের সামনে এসে পরপর গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। কানাডিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মোট ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে।

ঘটনার পর কপিল শর্মার টিম জানিয়েছে যে, ক্যাফেটি সম্প্রতি চালু হয়েছে এবং এটি কপিল শর্মার একটি স্বপ্নের প্রকল্প। কপিল বর্তমানে কানাডায় নেই, তবে তিনি এই খবর শুনে বেশ মর্মাহত এই তারকা।

Parisreports / Parisreports