অনীত-আহানের বিরুদ্ধে চুরির অভিযোগ!
বলিউডে পা রেখেই বাজিমাত করেছেন অনীত পাড্ডা-আহান পাণ্ডে। গত ১৮ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন জুটির রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’। বলিউডের বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে সিনেমাটি। দর্শকদের অনেকে সিনেমা হলে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়ছেন।
সিনেমাটির আয় যখন তরতরিয়ে বাড়ছে ঠিক তখনই গল্প চুরির অভিযোগ উঠল ‘সাইয়ারা’ বিরুদ্ধে। এ সিনেমায় একজন রাগী সুরকার চরিত্রে অভিনয় করেছেন আহান। অন্যদিকে এক সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়ে পথ চলা সংগ্রামী চরিত্র বাণী। বাণী চরিত্রে অভিনয় করেছেন অনীত। সুর ও স্বপ্নে বাঁধা প্রেমের এই জুটি হঠাৎ এক কঠিন বাস্তবের মুখোমুখি পড়ে। বাণীর মস্তিষ্কে ধরা পড়ে অ্যালঝাইমারস এবং সেখান থেকেই শুরু হয় প্রেমের কঠিন পরীক্ষা।
_20250724_163915114.png)
তবে ছবির এই প্লটটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে নেটদুনিয়ায়। কেউ কেউ অভিযোগ করেছেন ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেমবার’ থেকে আইডিয়া চুরি করা হয়েছে। কোরিয়ান ছবিতেও প্রেম, বিভ্রান্তি, মেয়েটির মানসিক ভারসম্য হারিয়ে ফেলা, অতীতকে মনে করানো প্রতিটি দৃশ্য হুবহু মিলছে।
গল্প চুরির ভভিযোগে সমালোচনা করে একজন লিখেছেন, ‘অ্যালঝাইমারস, পুরনো প্রেমিকাকে ভুলে যাওয়া, পালিয়ে যাওয়া মেয়ে—এমনকি ছবির শেষ দৃশ্যেও স্মৃতি ফিরে পাওয়া। সব মিলিয়ে ‘সাইয়ারা’ যেন ‘আ মোমেন্ট টু রিমেমবার’--এর ফ্রেম টু ফ্রেম প্রতিচ্ছবি!’ অন্য একজন লিখেছেন, ‘মোহিত সুরির কোরিয়ান প্রেম কি থামবেই না?’
‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই প্রশংসা ও বিতর্ক দুইয়ে গা ভাঁসিয়ে চলেছে মহিত সুরি পরিচালিত এ প্রেমের ছবি। বক্স অফিস কালেকশনের দিক থেকে ‘সাইয়ারা’ এখন পর্যন্ত চলতি বছরের অন্যতম সফল সিনেমা। সিনেমাটি মুক্তির প্রথমদিন ২৪ কোটি টাকা আয় করে ‘হাউজফুল ৫’, ‘রেইড ২’ এবং ‘সিতারে জামিন পার’-কে ছাড়িয়ে যায়।
Parisreports / Parisreports
এবার রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালান
সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ
মা হলেন পরিণীতি চোপড়া
বিতর্কের জেরে ফের চর্চায় আহনা, পেলেন প্রাণনাশের হুমকি
ভয়ঙ্কর নেশায় ডুবেছিলেন ববি দেওল
তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান
আমি অন্তঃসত্ত্বা নই, আগের চেয়ে মোটা হয়েছি
‘সময় পেলেই কোরআন পড়ছেন ইলিয়াস কাঞ্চন’
দুইবার লিভ ইনে ছিলাম, ৪টি প্রেম করেছি
অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
সাংবাদিকের চরিত্রে ‘অনুসন্ধান’ চালাবেন শুভশ্রী
ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন