প্রাক্তন স্বামী সম্পত্তির ভাগ নিতে দিল্লি গেলেন কারিশমা

গত ১২ জুলাই পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের। তাঁর মৃত্যুর পর থেকেই প্রশ্ন উঠেছে, কে হচ্ছেন তাঁর উত্তরসূরী? কারণ কারিশমা ছাড়াও আরও দুইটি বিয়ে করেছিলেন সঞ্জয়। তাছাড়া সঞ্জয়ের মা এখনও জীবিত রয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্বামী সম্পত্তির ভাগ বাটোয়ারার নিয়ে সঞ্জয়ের মা এবং তাঁর তিন স্ত্রীর মধ্যে টানাপোড়েন চলছে। এরইমধ্যে হঠাৎ মুম্বাই ছেড়ে দিল্লি গেলেন কারিশমা। সম্প্রতি দিল্লি বিমানবন্দরে দুই সন্তান সামাইরা এবং কিয়ানকে নিয়ে হাজির হন অভিনেত্রী। তাঁদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয় জল্পনা। তবে কী প্রাক্তান স্বামী সম্পত্তির ভাগ বুঝে নিতেই দিল্লি উড়ে গিয়েছে কারিশমা।
এই সফরের পেছনে কী কারণ রয়েছে, তা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। তবে সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তাঁর বিপুল সম্পত্তি নিয়ে শুরু হয়েছে আইনি লড়াই। অন্যদিকে, সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সাচদেবও সম্পত্তি সংক্রান্ত দাবিতে আইনি পথে হাঁটছেন। ফলে এই সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব দিন দিন ঘনীভূত হচ্ছে।
এদিকে সঞ্জয়ের মা রানি কাপুর ৩০ জুন ২০১৫ সালের একটি উইলের ভিত্তিতে তিনি দাবি করেছেন, তিনি তাঁর প্রয়াত স্বামী সুরিন্দর কাপুরের (সঞ্জয়ের বাবা) যাবতীয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। সেই উইল অনুসারে তিনিই এখন সোনা গ্রুপের সর্বোচ্চ শেয়ারহোল্ডার, যার অন্তর্ভুক্ত রয়েছে একটি অটো কম্পোনেন্ট ফার্মও। সবকিছু মিলে করিশমার দিল্লি সফর কি শুধুই পারিবারিক, নাকি আইনি দিক নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।
Parisreports / Parisreports

অনেকেই আমাকে ‘বুড়ি’ বলে : মালাইকা

বিবাহিত পুরুষরা সম্পর্ক জড়ালে দোষ নারীদের হয় কেন

‘রক্তবীজ ২’-এর টিজারে নতুন চমক!

‘গর্ভাবস্থায় ডাক্তারের কাছে যেতে দেয়নি’

অভিনেত্রীকে প্রকাশ্যে ১৪ বার চড় মেরেছিলেন নাগার্জুন!

নারীকে হেনস্তার অভিযোগ, মুখ খুললেন বিজয় সেতুপতি

সায়ীদ আবদুল মালিক ও ইভার "চোখ পড়িলে চোখে"

প্রাক্তন স্বামী সম্পত্তির ভাগ নিতে দিল্লি গেলেন কারিশমা

অনীত-আহানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

শুটিংয়ের সময় গুরুতর আহত সুনেরাহ

মুক্তি পেল শিল্পী ইথির গান ‘তুই আছিস’

৪ হাজার কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে রণবীরের ‘রামায়ণ’
