প্রাক্তন স্বামী সম্পত্তির ভাগ নিতে দিল্লি গেলেন কারিশমা
গত ১২ জুলাই পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের। তাঁর মৃত্যুর পর থেকেই প্রশ্ন উঠেছে, কে হচ্ছেন তাঁর উত্তরসূরী? কারণ কারিশমা ছাড়াও আরও দুইটি বিয়ে করেছিলেন সঞ্জয়। তাছাড়া সঞ্জয়ের মা এখনও জীবিত রয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্বামী সম্পত্তির ভাগ বাটোয়ারার নিয়ে সঞ্জয়ের মা এবং তাঁর তিন স্ত্রীর মধ্যে টানাপোড়েন চলছে। এরইমধ্যে হঠাৎ মুম্বাই ছেড়ে দিল্লি গেলেন কারিশমা। সম্প্রতি দিল্লি বিমানবন্দরে দুই সন্তান সামাইরা এবং কিয়ানকে নিয়ে হাজির হন অভিনেত্রী। তাঁদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয় জল্পনা। তবে কী প্রাক্তান স্বামী সম্পত্তির ভাগ বুঝে নিতেই দিল্লি উড়ে গিয়েছে কারিশমা।
এই সফরের পেছনে কী কারণ রয়েছে, তা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। তবে সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তাঁর বিপুল সম্পত্তি নিয়ে শুরু হয়েছে আইনি লড়াই। অন্যদিকে, সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সাচদেবও সম্পত্তি সংক্রান্ত দাবিতে আইনি পথে হাঁটছেন। ফলে এই সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব দিন দিন ঘনীভূত হচ্ছে।
এদিকে সঞ্জয়ের মা রানি কাপুর ৩০ জুন ২০১৫ সালের একটি উইলের ভিত্তিতে তিনি দাবি করেছেন, তিনি তাঁর প্রয়াত স্বামী সুরিন্দর কাপুরের (সঞ্জয়ের বাবা) যাবতীয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। সেই উইল অনুসারে তিনিই এখন সোনা গ্রুপের সর্বোচ্চ শেয়ারহোল্ডার, যার অন্তর্ভুক্ত রয়েছে একটি অটো কম্পোনেন্ট ফার্মও। সবকিছু মিলে করিশমার দিল্লি সফর কি শুধুই পারিবারিক, নাকি আইনি দিক নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।
Parisreports / Parisreports
এবার রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালান
সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ
মা হলেন পরিণীতি চোপড়া
বিতর্কের জেরে ফের চর্চায় আহনা, পেলেন প্রাণনাশের হুমকি
ভয়ঙ্কর নেশায় ডুবেছিলেন ববি দেওল
তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান
আমি অন্তঃসত্ত্বা নই, আগের চেয়ে মোটা হয়েছি
‘সময় পেলেই কোরআন পড়ছেন ইলিয়াস কাঞ্চন’
দুইবার লিভ ইনে ছিলাম, ৪টি প্রেম করেছি
অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
সাংবাদিকের চরিত্রে ‘অনুসন্ধান’ চালাবেন শুভশ্রী
ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন