বিবাহিত পুরুষরা সম্পর্ক জড়ালে দোষ নারীদের হয় কেন

স্পষ্ট কথার জন্য বরাবরই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার তিনি কথা বললেন বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা অভিযোগ প্রসঙ্গে। প্রশ্ন তোলেন, বিবাহিত পুরুষরা সম্পর্ক জড়ালে দিনশেষে নারীদেরই দোষ হয় কেন?
এর ব্যাখ্যাও নিজেই দেন কঙ্গনা। এক সাক্ষাৎকারে নারীদের পক্ষ নিয়ে কঙ্গনা বলেন, ‘একজন বিবাহিত পুরুষ যখন আপনার প্রতি আগ্রহী হয়, তখন সেই সম্পর্কে জড়ানোর জন্য শুধু আপনাকেই দোষী ভাবা হয়।’
কঙ্গনা বলেন, ‘এমন পরিস্থিতিতে মানুষ সব সময় সেই নারীকেই দায়ী করার চেষ্টা করে। ধর্ষণের শিকার নারীদেরও তাদের পোশাক বা রাতে বাইরে থাকার জন্য দায়ী করা হয়। এগুলো আসলে ভুল মানসিকতার প্রতিফলন।’
কয়েক বছর আগে কঙ্গনা অভিযোগ আনেন, তরুণী থাকা অবস্থায় অভিনেতা আদিত্য পাঞ্চোলির সঙ্গে তার সম্পর্ক গড়ে। সে সময় আদিত্য বিবাহিত ছিলেন এবং তার সন্তানও ছিল। ২০১৯ সালে কঙ্গনা সেই আদিত্যের বিরুদ্ধে হেনস্তা ও ধর্ষণের অভিযোগ আনেন, মামলা করেন। এরপরও ঘুরে ফিরে দোষ বর্তায় কঙ্গনার ওপর। নিজের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাও উল্লেখ করেন কঙ্গনা।
কঙ্গনা জানান, আদিত্যের স্ত্রী জারিনা ওয়াহাবের কাছেও সাহায্য চেয়েছিলেন। আর এটা তার জন্য খুব কঠিন এবং কঠোর সময় ছিল। তার কথায়, ‘আমার ওপর শারীরিক অত্যাচার করা হয়েছিল। আমি মনে করেছিলাম, মানুষ আমাকে সাহায্য করবে। কিন্তু একজন নারীর অবস্থানে থাকায় আমাকে একরকম ফাঁদে ফেলা হয়।’
২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে কঙ্গনার বলিউডে অভিষেক হয়। এরপর তিনি ‘ওহ লামহে’ (২০০৬) এবং ‘লাইফ ইন এ মেট্রো’ (২০০৭) ছবিতে অভিনয় করেন। সম্প্রতি অভিনেত্রী তার পরিচালিত, প্রযোজিত এবং লেখা ছবি ‘ইমার্জেন্সি’-তে অভিনয় করেছেন।
Parisreports / Parisreports

অনেকেই আমাকে ‘বুড়ি’ বলে : মালাইকা

বিবাহিত পুরুষরা সম্পর্ক জড়ালে দোষ নারীদের হয় কেন

‘রক্তবীজ ২’-এর টিজারে নতুন চমক!

‘গর্ভাবস্থায় ডাক্তারের কাছে যেতে দেয়নি’

অভিনেত্রীকে প্রকাশ্যে ১৪ বার চড় মেরেছিলেন নাগার্জুন!

নারীকে হেনস্তার অভিযোগ, মুখ খুললেন বিজয় সেতুপতি

সায়ীদ আবদুল মালিক ও ইভার "চোখ পড়িলে চোখে"

প্রাক্তন স্বামী সম্পত্তির ভাগ নিতে দিল্লি গেলেন কারিশমা

অনীত-আহানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

শুটিংয়ের সময় গুরুতর আহত সুনেরাহ

মুক্তি পেল শিল্পী ইথির গান ‘তুই আছিস’

৪ হাজার কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে রণবীরের ‘রামায়ণ’
