সোনমের কোলজুড়ে আসছে দ্বিতীয় সন্তান!
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর আবারও মা হতে চলেছেন। তারকা দম্পতি সোনম কাপুর এবং আনন্দ আহুজা তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। এই খবরে এখন আনন্দের জোয়ার বইছে পুরো কাপুর এবং আহুজা পরিবারে।
ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী নাকি ইতোমধ্যে তার গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক (ফার্স্ট ট্রাইমিস্টার) শেষ করে ফেলেছেন। খবরটি প্রকাশ্যে আসতেই বলিউড পাড়ায় উত্তেজনা তুঙ্গে। খুব শিগগিরই এই খুশির খবর তারা আনুষ্ঠানিকভাবে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন।
২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনিল কাপুর-কন্যা সোনম। এরপর ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। এখন তাদের ছোট্ট বায়ুই হতে চলেছে 'দাদা'।
দুই বছর বয়সী বায়ুর জীবনে নতুন অতিথির আগমন নিঃসন্দেহে বাড়তি উচ্ছ্বাস নিয়ে এসেছে পরিবারে। যদিও সোনম বা আনন্দ কেউই আনুষ্ঠানিকভাবে তাদের দ্বিতীয় সন্তানের আগমনবার্তা ঘোষণা করেননি, তবে বলিউডের অন্দরমহল থেকে আসা এই গুঞ্জন এখন টক অব দ্য টাউন।
‘জোয়া ফ্যাক্টর’ ছবির পর অভিনয় জগৎ থেকে কিছুটা দূরেই ছিলেন সোনম। মাতৃত্ব উপভোগ করতে তিনি বিরতি নেন। সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এরপর থেকে বায়ুকে নিয়েই ব্যস্ততা। এর মাঝেই শোনা গেল এই সুখবর।
বর্তমানে মডেলিং ও ব্র্যান্ডিংয়ের কাজ করলেও তার হাতে রয়েছে নতুন ছবি ‘ব্যাটল ফর বিট্টোরা’-এর কাজ। দ্বিতীয়বার মা হওয়ার সঙ্গে সঙ্গে পেশাগত দায়িত্বও বেড়ে গেল এই অভিনেত্রীর। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আহুজা দম্পতি তাদের ভক্ত-অনুরাগীদের সঙ্গে এই বিশেষ আনন্দের খবর ভাগ করে নেন।
Parisreports / Parisreports
বোল্ড লুকে ঝড় তুললেন মন্দিরা
সৌদি আরবে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া
‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন
আদালতের দ্বারস্থ হলেন শিল্পা শেঠি
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, দুই বিচারকের পদত্যাগ
সংগীতশিল্পী সাগর মারা গেছেন
ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর জামিন পেলেন হিরো আলম
মানসিক যন্ত্রণা ভুলতে যা করতেন রিয়া চক্রবর্তী
বিচ্ছেদ গুঞ্জনের মাঝে হাসপাতালে মাহি
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা