প্যারিসে ‘আশা এবং আমার সংগ্রাম’ গ্রন্থর মোড়ক উন্মোচন

শিল্প, সাহিত্য ও সংস্কৃতির রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক, লেখক, রাজনীতিবিদ ও সমাজকর্মী খিয়াং নয়ন রচিত দ্বিভাষিক গ্রন্থ ‘আশা এবং আমার সংগ্রাম — Espoir et mon Combat’ এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান।
অভিবাসী বিষয়ক সংগঠন সলিডারিতে আজি ফ্রান্স (SAF)-এর উদ্যোগে সোমবার সন্ধ্যায় প্যারিসের রিপাবলিক চত্বর সংলগ্ন বুজ দ্য থ্যাবাই হলে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানে ফরাসি রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশি সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য বেরনজে সেরনো, বিশেষ অতিথি ছিলেন প্যারিস ১৮-এর ডেপুটি মেয়র আনজুমান সিসিকো, সিমাদ ইল দ্য ফ্রঁসের সেক্রেটারি মারি ফ্রঁস, এবং ফরাসি গণমাধ্যম ‘আলথেখস মিডিয়া’-এর প্রকাশক ও প্রধান সম্পাদক দিদিয়ে রাসিনে। এছাড়া উপস্থিত ছিলেন ফরাসি অভিবাসন ও একীকরণ দপ্তর (OFII)-এর অডিট অফিসার লিন্ডা মেরী সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, কবি ও লেখক আবু জুবায়েরসহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আশিক আহমেদ উল্লাস ও সাফ-এর প্রশাসনিক সম্পাদক তাওহিদা আনজুম নাফিসা। বক্তারা বলেন, “এই প্রকাশনা কেবল একটি বই নয়, এটি আশার, সংগ্রামের এবং অভিবাসী জীবনের অনুপ্রেরণার প্রতীক। ফরাসি ও বাংলা সংস্কৃতির সংমিশ্রণে এটি এক অনন্য সাহিত্যিক উদ্যোগ।”
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক খিয়াং নয়ন বলেন, “‘আশা এবং আমার সংগ্রাম’ কেবল একজন নারীর জীবনের গল্প নয়; এটি প্রতিটি অভিবাসীর লড়াই, আত্মমর্যাদা ও আশার প্রতিচ্ছবি। এই বই অভিবাসী সমাজের বাস্তবতা ও মানবিক শক্তির এক ব্যক্তিগত ও সামাজিক দলিল।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরাসি সংসদ সদস্য বেরনজে সেরনোর সহকারী ইশাম, কবি ও ছড়াকার লোকমান আহম্মদ আপন, বিকশিত নারী সংঘের সভাপতি সৈয়দা তৌফিকা সাহেদ, এবং মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল। লেখকের বই থেকে পাঠ করেন সাংবাদিক আবু বকর আল আমিন, আর কবিতা আবৃত্তি করেন সাইফুল ইসলাম।
আলোচনা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী মৌসুমী চক্রবর্তী, ইশরাত ফ্লোরা ও জয়ীতা বড়ুয়া। এছাড়া বিকশিত নারী সংঘ-এর পক্ষ থেকে লেখক খিয়াং নয়নকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জয়িতা বড়ুয়া, নবনীতা বড়ুয়া, ভূমি চন্দ, সেঁজুতি তালুকদার, শ্রেষ্ঠানী তালুকদার, নবকুমার বড়ুয়া ও শুভমিতা আনা ভট্টাচার্য। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাফ-এর সাধারণ সম্পাদক মামুন হাসান রুবেল, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক রুমন আহমদ, কমিউনিকেশন সম্পাদক তাসনিয়া আনজুম, ক্রীড়া সম্পাদক শিহাব উদ্দিন, এবং সদস্য সালাউদ্দিন ইরান, জাহেদ আহমেদ ও ইকবাল দেওয়ান রকি।
উল্লেখ্য, ‘আশা এবং আমার সংগ্রাম — Espoir et mon Combat’ লেখক খিয়াং নয়নের দ্বিতীয় গ্রন্থ। এর আগে ২০২৪ সালের জুনে প্রকাশিত তাঁর প্রথম বই ‘জীবনের ছাপ’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে।
Parisreports / Parisreports

প্যারিসে ‘আশা এবং আমার সংগ্রাম’ গ্রন্থর মোড়ক উন্মোচন

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত

প্যারিসে প্রকাশিত হলো পিনাকী ভট্টাচার্যের 'ফুলকুমারী'

কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি

সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস পালন উদীচী শিল্পীগোষ্ঠীর

প্যারিসে কবি জাহিদুল হক স্মরণ সন্ধ্যা

বাংলা একাডেমিতে সাহিত্য পুরস্কারে ভূষিত হচ্ছেন ৬ গুণীজন
