আমি অন্তঃসত্ত্বা নই, আগের চেয়ে মোটা হয়েছি
বিয়ের এক সপ্তাহ পর মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল সোনাক্ষী সিনহার। বছর ঘুরতে ফের একই গুঞ্জন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি এক ফ্যাশন শোয়ে এসেছিলেন জাহির ইকবাল ও সোনাক্ষী। ফ্যাশন ডিজাইনার বিক্রম ফাডনিসের ক্যারিয়ারের ৩৫ বছর উদযাপনে আয়োজিত এ শোয়ে লাল পোশাকে অংশ নিয়ে নজর কাড়েন সোনাক্ষী। এখান থেকেই ছড়ায় তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন।
একটি ভিডিওতে দেখা গেছে, স্বামী জাহির যখন পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিচ্ছিলেন তখন সোনাক্ষীকে দেখা যায় ওড়না বা হাত দিয়ে বারবার পেটের কাছে ঢেকে রাখছেন তিনি। তা দেখেই নেটিজেনরা অনুমান করে বসেন মা হতে চলেছেন এ নায়িকা। তাদের ধারণা গর্ভবতী হওয়ায় হাত ও ওড়না দিয়ে পেট আড়াল করার চেষ্টা করছিলেন তিনি।
এদিকে চর্চা যখন চরমে তখন অনেকে তাকিয়ে আছেন সোনাক্ষী-জাহিরের দিকে। তারা চাইছেন এ দম্পতি কিছু বলুক। অবশেষে মুখ খুললেন সোনাক্ষী। তিনি বলেন, “আমি অন্তঃসত্ত্বা নই। আমি আগের তুলনায় মোটা হয়েছি। তাই আমাকে এরকম মনে হচ্ছে।”
এর আগে বিয়ের পরপর সোনাক্ষীকে হাসপাতালে দেখে মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। সেসময় বিষয়টি নিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি গর্ভবতী নন। শারীরিক সমস্যার কারণে হাসপাতালে গিয়েছিলেন।
Parisreports / Parisreports
বোল্ড লুকে ঝড় তুললেন মন্দিরা
সৌদি আরবে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া
‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন
আদালতের দ্বারস্থ হলেন শিল্পা শেঠি
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, দুই বিচারকের পদত্যাগ
সংগীতশিল্পী সাগর মারা গেছেন
ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর জামিন পেলেন হিরো আলম
মানসিক যন্ত্রণা ভুলতে যা করতেন রিয়া চক্রবর্তী
বিচ্ছেদ গুঞ্জনের মাঝে হাসপাতালে মাহি
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা