রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নতুন পোশাকে পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২৫ রাত ৯:৭

নতুন পোশাক পরে মাঠে নেমেছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। এর মাধ্যমে মহানগর ও বিশেষায়িত ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের পোশাকের সূচনা হলো।

শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই নতুন পোশাক পরিধান করেছেন। তবে জেলা পর্যায়ের পুলিশ ইউনিট এখনো নতুন পোশাক পায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘ডিএমপি সদস্যরা আজ থেকে নতুন পোশাক পরিধান করে মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন।’

তিনি আরও বলেন, ‘ডিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে, যা রাজধানীর পুলিশ বাহিনীর জন্য এক দৃশ্যমান পরিবর্তন।’

এর আগে সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানিয়েছিলেন, ডিএমপি, সিএমপি এবং হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মতো বিশেষায়িত ইউনিটগুলো প্রথমে এই নতুন পোশাক পরিধান করবে।

তিনি বলেন, লৌহবর্ণের এবং স্বতন্ত্র স্টাইলের নতুন পোশাক ১৫ নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো এটি পরিধান শুরু করবে, পরে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যরা তা গ্রহণ করবেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর একটি বৃহত্তর সংস্কার উদ্যোগের অংশ হিসেবে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং র‌্যাবের ইউনিফর্মের রঙ পরিবর্তনের সিদ্ধান্ত চলতি বছরের ২০ জানুয়ারি অনুমোদিত হয়। 

এই পরিবর্তনের উদ্দেশ্য হলো- বাহিনীগুলোকে একটি আধুনিক ও জবাবদিহিতার প্রতীক হিসেবে একটি নতুন পরিচয় দেওয়া। পুলিশ বাহিনীকে দিয়ে সেই যাত্রা শুরু হলো।

Parisreports / Parisreports

নতুন পোশাকে পুলিশ

চালু হলো শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’

২৬ টুকরো লাশ উদ্ধার: মূলহোতা জরেজ ও তার বান্ধবী রিমান্ডে

নির্বাচন বানচালের সক্ষমতা কোনো অপশক্তির নেই: আইজিপি

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ৯ দিন মাঠে থাকবে

হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

ছাত্রদের যৌন নিপীড়নের মামলায় ঢাবি শিক্ষক কারাগারে

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

ঢাকাসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

একই দিন সংসদ নির্বাচন ও গণভোট 

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ৫ আসামির দশ দিনের রিমান্ড

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, আটক ৭