বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম রনি


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ৩-১-২০২৬ রাত ১:৫৭

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার নবনির্বাচিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম রনি।

দলীয় সূত্র জানায়, ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা পালন করেন। পরবর্তীতে  ফ্রান্সে বসবাস শুরু করার পরও তিনি প্রবাসে জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দীর্ঘদিন ধরে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডে নিয়মিত ছিলেন তিনি।

বিশেষ করে জুলাই আন্দোলনের সময় ফ্রান্সে প্রথম দিকের আন্দোলন কর্মসূচি সংগঠিত করতে তার বিশেষ ভূমিকা ছিলো বলে জানান স্থানীয় নেতাকর্মীরা। ওই আন্দোলনে প্রবাসে গণতন্ত্র, ভোটাধিকার এবং দেশের মানুষের ন্যায্য অধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা রাখেন তিনি, যা প্রবাসী মহলে প্রশংসিত হয়।

সাইফুল ইসলাম রনির বাড়ি মাদারীপুর জেলায়। তিনি একটি জাতীয়তাবাদী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নবনির্বাচিত কমিটিতে তার দায়িত্ব প্রাপ্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন ফ্রান্স যুবদলের নেতাকর্মীরা। তারা মনে করছেন, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

প্রতিক্রিয়ায় সাইফুল ইসলাম রনি বলেন, দল যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন এবং প্রবাসে সংগঠনকে আরও সুসংগঠিত করতে কাজ করবেন।

Parisreports / Parisreports

সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু

ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম রনি

প্রতিবাদে উত্তাল প্যারিসের রিপাবলিক চত্বর

যুবদল ফ্রান্স শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের যুবক

প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পতাকা সম্মিলন

ফ্যাশন, সংগ্রাম ও মানবিকতা ইয়ভেস সেন্ট লরেন্টের জীবনগাথা প্যারিসে উন্মোচিত

আমিরাতে রক্তদান কর্মসূচিতে ১০২১ জন প্রবাসী বাংলাদেশি

ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল 

প্যারিসে বিসিএফ-এর বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান

পোস্টাল ভোট: কোন দেশের প্রবাসীরা বেশি সাড়া দিচ্ছেন?

সুইজারল্যান্ড বিশ্বের ‘সবচেয়ে প্রতিযোগিতামূলক’ দেশ