ফিলিস্তিনে ৪০৩ ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরে যুদ্ধ চলাকালীন সময় ইসরায়েলি চার সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে হামাসের সঙ্গে যুদ্ধে তাদের এই চারজন সেনা নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ শুরু করার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা ৪০৩-এ পৌঁছেছে।
এদিন চারজন নিহতের পাশাপাশি একজন অফিসার এবং একজন সংরক্ষিত সৈন্য "গুরুতরভাবে আহত" হয়েছেন। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া যাওয়া হয়েছে।
সামরিক বাহিনী শনিবার বলেছে, উত্তর গাজার জাবালিয়ার কাছে একটি স্থল অভিযানে তিন যোদ্ধাকে হত্যা করেছে। হামাসকে পুনরায় সংগঠিত হওয়া রোধ করতে যেখানে ইসরায়েলি সৈন্যরা অক্টোবরের শুরু থেকে তীব্র আক্রমণ চালাচ্ছে।
এদিকে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে যে জাবালিয়ার কাছে অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে একটি স্কুলে আশ্রয় নেয়া দুই শিশুও রয়েছে। প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল নিশ্চিত করেছেন যে, উত্তর গাজার জাবালিয়া শহরের হালওয়া স্কুলে ইসরায়েলি গোলাবর্ষণে দুই শিশু ও দুই নারীসহ আটজন নিহত হয়েছেন। বাসাল বলেছেন যে এই ঘটনায় ১৯ জন শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী, এক বিবৃতিতে স্বীকার করেছে যে তারা স্থাপনায় হামলা চালিয়েছে। তারা বলেছে যে বিমান বাহিনী "একটি কমান্ড-এন্ড-কন্ট্রোল সেন্টারে সন্ত্রাসীদের ওপর সুনির্দিষ্ট হামলা চালিয়েছে" যা আগে জাবালিয়াতে হালওয়া স্কুল হিসেবে কাজ করেছিল। তবে প্রাঙ্গণটিকে লক্ষ্যবস্তু করার কারণ হিসেবে বলা হয়েছে, "হামাস সন্ত্রাসীরা হামলার পরিকল্পনা ও চালানোর জন্য স্কুলটি ব্যবহার করেছিল।"
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে কমপক্ষে ৪৬ হাজার ৫৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে স্বীকার করেছে।
Parisreports / Parisreports
করাচিতে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
খামেনির বদলে ইরানে নতুন নেতা চান ট্রাম্প
ট্রাম্পকে নোবেল দিয়ে উপহারের ব্যাগ পেলেন মাচাদো
যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার হুশিয়ারি ইরানের
ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৫
ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহত কমপক্ষে ৫৩৮
নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি ট্রাম্পের
সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে তুরস্ক
জ্বলছে ইরান, বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
আপনিও ক্ষমতাচ্যুত হবেন, ট্রাম্পকে হুঁশিয়ারি খামেনির
রাশিয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র