মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গিটারিস্ট

গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়েছেন ‘অ্যাভয়েডরাফা’ ব্যান্ডের রায়েফ আল হাসান রাফা। রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট পকলু।
জানা গেছে, রাজধানীর রামপুরায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম শেষে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিকলুকে মৃত ঘোষণা করেন।
পিকলুর মৃত্যুর খবর দিয়ে নিজের ফেসবুকে রাফা লিখেছেন, ‘রামপুরায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। পারফরম্যান্স শেষে স্টেজেই অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।’
হার্ট অ্যাটাকের কথা উল্লেখ করে রাফা বলেন, ‘আজ (শুক্রবার দিবাগত রাত) স্টেজেই পারফর্ম করার সময় এটা হয়েছে, হার্ট অ্যাটাক। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু সেই ভয়ঙ্কর খবরটা এসে গেল কিছুক্ষণের মধ্যেই। ভাবতে কষ্ট হচ্ছে যে তিনি স্টেজে ছিলেন, তার সবটুকু উজাড় করে দিচ্ছিলেন, যেমনটা সবসময় করতেন। তিনি ছিলেন মিউজিকের জন্যই জন্মানো একজন মানুষ, শেষ মুহূর্ত পর্যন্ত তার প্রাণ মিশিয়ে বাজিয়েছেন।’
শোকস্তব্ধ রাফা লিখেছেন, ‘আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনি শিখিয়েছেন। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন, তাঁর শূন্যতা কখনো পূরণ হবে না।’
Parisreports / Parisreports

৪ হাজার কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে রণবীরের ‘রামায়ণ’

৭০০’র বেশি সিমেনায় অভিনয় করা শ্রীনিবাস রাও আর নেই

কপিল শর্মার ক্যাফেতে হামলা, গুলিবর্ষণ

‘বাকের আলীর মেয়ে গুলবাহারে’ মজেছে নেটিজেনরা

ইসলাম গ্রহণ করেছেন পর্ন তারকা লিল

‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয় করে কত পেয়েছিলেন মুন্নি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী মাহির ‘ভাই’

মাদকসহ জনপ্রিয় টিকটকার গ্রেফতার

প্রাণনাশের শঙ্কায় ৩ কোটির বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

চট্টগ্রামের প্রথম মাল্টিপ্লেক্স বন্ধ হয়ে গেল

ভক্তের সঙ্গে রীতেশের দুর্ব্যবহার, চরম সমালোচনা

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন
