সড়কে ঝরলো ৬ প্রাণ

গোপালগঞ্জ ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলে থাকা ছয় আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামে মিরসরাইয়ে সুফিয়া রোড এলাকায় ভোর ৪টার দিকে দ্রুতগামী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন- মিরসরাইয়ের মায়ানী বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা সভ্য রঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার গণমাধ্যমকে বলেন, ভোরে সুফিয়া রোড এলাকায় দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। ঘটনার পরপরই হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।
এদিকে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পোনা গ্রামের বাবুল নাগের ছেলে বিশাল নাগ, মনির মৃধার ছেলে হৃদয় মৃধা ও একই গ্রামের বিষ্ণুপদ দাসের ছেলে দিপু দাস।
ভাঙা হাইওয়ে পুলিশের ওসি মো. রকিবুজ্জামান জনান, একটি মোটরসাইকেলে করে তিন শিক্ষার্থী খেজুরের রস খেতে কাশিয়ানীর পোনা গ্রাম থেকে মুকসুদপুরের কালিনগর যাচ্ছিল। এ সময় হিরণ্যকান্দি এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে একটি যাত্রীবাহি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে শিক্ষার্থী বিশাল ও হৃদয় নিহত হন।
পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপর শিক্ষার্থী দিপুকে মৃত ঘোষণা করেন।
Parisreports / Parisreports

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কোটি ৯ লাখ টাকা

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

একই পরিবারের ৪ জনের মরদেহ

বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২

মাগুরায় কবরস্থান থেকে ৯২টি লাইট চুরি

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

সাভারে লরিচাপায় প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

সুনামগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

খুলনায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

রাস্তার কাজের অনিয়ম: এলজিইডির কার্য সহকারীকে গণপিটুনি

থানায় এএসআইকে ছুরিকাঘাত করা সেই যুবকের লাশ মিলল পুকুরে
