শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

কারখানার খাবার খেয়ে দেড় শতাধিক শ্রমিক অসুস্থ


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১-২০২৫ বিকাল ৬:২৭

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি কারখানায় টিফিন খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। অসুস্থ শ্রমিকদের টঙ্গী সরকারি হাসপাতাল ও গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর সিংবাড়ি মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, বৃহস্পতিবার প্রায় ১১ হাজার শ্রমিককে ওভারটাইমে কাজ করানোর জন্য রাখা হয়। রাত ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের খাবার সরবরাহ করে। সাড়ে ৮টার দিকে খাবার বিতরণ করা হয়। খাওয়ার পর অসুস্থ হতে থাকেন শ্রমিকরা। রোগীর সংখ্যা বেশি হতে থাকায় কারখানার ভেতর প্রাথমিক চিকিৎসা শেষে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

বারাকা ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আলী বলেন, টিফিন খেয়ে অন্তত ১৬৪ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মিলি বেগম নামের একজন শ্রমিক বলেন, ‘রাত ৯টার দিকে আমিসহ আমার সঙ্গে থাকা ১১ জন টিফিন খাচ্ছিলাম। হঠাৎ মাথাব্যথা ও বমি শুরু হয়। কিছুক্ষণ পর আমি অচেতন হয়ে গেছি। রাত ২টার পর থেকে অনেকটা সুস্থ।’

বারাকা ফ্যাশন লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, শ্রমিকরা অসুস্থ হওয়ার পর কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

টঙ্গীর সাতাঈশ গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কাজী কাশফিয়া তাবাসসুম বলেন, রাত ৩টা পর্যন্ত দেড় শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক থাকায় সব রোগী সেবা পাচ্ছেন। তিনি আরও বলেন, দেড় শতাধিক রোগীর মধ্যে তিনজন গর্ভবতী শ্রমিক থাকায় তাদের আলাদা সেবা দেওয়া হচ্ছে।

Parisreports / Parisreports

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু

জামাই মেলায় মাছ কেনা নিয়ে জামাই-শ্বশুরের প্রতিযোগিতা

নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক

নওগাঁয় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে

২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

সারাদেশে বেড়েছে শীতের দাপট, জবুথবু জনজীবন

কেরানীগঞ্জে মাদরাসা ভবনে বিস্ফোরণে আহত ৪, বিস্ফোরক উদ্ধার

মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪

বগুড়ায় একই ঘরে মিলল মা-মেয়ের ঝুলন্ত মরদেহ

নোয়াখালীতে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের গোলাগুলি, নিহত পাঁচ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ